আজকের র্যালির যে ঐক্য তা শুধু বিএনপির জন্য নয়, এটি সাধারণ মানুষের বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা আজকে যে র্যালির আয়োজন করেছি সেখানে সবাই মিলে আজকে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যাব।
তিনি বলেন, আজকের এই র্যালির ঐক্য শুধু বিএনপির জন্য নয়, এটি সাধারণ মানুষের কর্মসূচি। যেভাবে সিপাহী জনতার বিপ্লবের সময় জনতা র্যালি করেছিল। একইভাবে আজকের এই শোভাযাত্রা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ও জাতীয় নেতৃবৃন্দ।