আহমেদ সাব্বির
এসো হে বৈশাখ এসো হে
প্রাণখুলে একগাল হেসো হে।
কম করো বিদ্যার বোঝা হে
বাঁকা পিঠ করে দাও সোজা হে।
সামলাও পরীক্ষার ঠেলা হে
চাই শুধু হইচই খেলা হে।
সুখ দিয়ো ছোটদের মনে হে
গেম দিয়ো আব্বুর ফোনে হে
মায়া দিয়ো আম্মুর প্রাণে হে
রাতদিন কান ধরে টানে হে।
ক্লান্তিতে পড়ো না গো ঘুমিয়ে
ডিম দুধ সব খেয়ো তুমি হে।
চকোলেট দিয়ো শুধু আমাকে
ড্রোন কিনে দিতে বোলো মামাকে।
বইখাতা নাও সব উড়িয়ে
শৈশব যাচ্ছে গো ফুরিয়ে
ছোটদের খুব ভালোবেসো হে
এসো হে বৈশাখ এসো হে।