নেপালে ভয়াবহ ভূমিধস ৷ নিখোঁজ কমপক্ষে ৬৬ জন ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ধসের কারণে রাস্তা থেকে নদীতে পড়ে যায় দু’টি বাস ৷ নিখোঁজদের মধ্যে 7 জন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে ৷
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ৷ দ্রুত তল্লাশি অভিযান শেষ করে সকলকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের ঘটনায় নদীতে তলিয়ে গিয়েছে বাস ৷ ভয়াবহ এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ৷ প্রশাসনের সমস্ত সংস্থাকে দ্রুত অনুসন্ধান এবং উদ্ধারকার্যের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷’’
জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে 3টে নাগাদ ঘটনাটি ঘটে৷ চিতওয়ান জেলার সিমলতল এলাকায় নারায়ণগড়-মুগলিন সড়কের উপর দিয়ে যাচ্ছিল দু’টি বাস ৷ দুই বাসে 66 জন যাত্রী ছিলেন ৷ সেইসময় ঘটে বিপত্তি ৷ ভূমিধসের কারণে ত্রিশূলী নদীতে পড়ে যায় বাসদুটি ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর খোঁজ পাওয়া যায়নি ৷
চিতওয়ানের মুখ্য জেলা আধিকারিক ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ৷ তাঁরা রাস্তা পরিস্কার করে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছেন ৷ কাঠমাণ্ডু থেকে গৌরের দিকে যাচ্ছিল অ্যাঞ্জেল এবং গনপতি নামক দু’টি বেসরকারি বাস ৷ একটিতে 24 জন ও আর একটিতে 41 জন যাত্রী ছিলেন ৷ দুর্ঘটনার আঁচ পেয়ে প্রাণ বাঁচানোর তাগিদে 3 জন যাত্রী বাস থেকে ঝাঁপ মারেন৷