সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

কচ্ছপ কালো রং দেখলে রেগে যায় কেন, জানেন?

অনলাইন ডেস্ক

অনেকগুলো সাদা জুতার মধ্য দিয়ে একটা কচ্ছপ ঠিকই পথ খুঁজে হেঁটে যাচ্ছে। কিন্তু কালো জুতাখানা সামনে পড়ামাত্রই তার ছোট্ট মাথাটা দিয়ে বেদম আক্রমণ শুরু করল। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় এই ভিডিওটি হয়তো আপনিও দেখেছেন। এ রকম অদ্ভুত আচরণের কারণ সম্পর্কেও এসব ভিডিওতে খানিকটা ধারণা দেওয়া হয়ে থাকে। তবে তা কেবল ধারণামাত্র। আদতে কচ্ছপের মনের মধ্যে কী চলে, সে তো কচ্ছপরাই জানে! কচ্ছপের আচরণ বিশ্লেষণ করে পাওয়া তাদের পছন্দ ও অপছন্দের রং সম্পর্কে জেনে নেওয়া যাক।

আপনি-আমি যেভাবে পৃথিবীকে দেখি, কচ্ছপ নিশ্চয়ই সেভাবে দেখে না। তাদের চোখের গড়ন আলাদা। চোখের ভেতরকার কোষবিন্যাসও ভিন্ন। কোনো বস্তু তাদের চোখে ঠিক কেমন দেখায়, তা আমরা পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারি না।

তবে কালো রঙ দেখলে কচ্ছপ রেগে যায়, ভয় পায়। অদ্ভুত আচরণ করে। ধারণা করা হয়, একটা কচ্ছপের চোখে একটা কালো জুতা দেখাতে পারে আরেকটা কচ্ছপের মতো। অর্থাৎ, কালো জুতাকে সে আরেকটা কচ্ছপ বলে ধরে নেয়। তবে কচ্ছপ বলেই যদি ধরে নেয়, তাহলেও অবশ্য তার এই মাথা দিয়ে গুঁতা দেওয়ার ব্যাখ্যা হতে পারে দুই রকম।

প্রথমত, কচ্ছপ খুব একটা সামাজিক প্রাণী নয়। নিজস্ব পরিসরে সে ‘আগন্তুক’ কচ্ছপকে পছন্দ করে না। সম্ভবত সেই কারণেই তার এই আক্রমণাত্মক আচরণ। দ্বিতীয়ত, কালো জুতাটি দেখতে পেয়ে কচ্ছপটি তাকে নিজের সম্ভাব্য সঙ্গী বলেও কিন্তু মনে করতে পারে। ভালোবাসা প্রকাশ করতে গিয়েও কিন্তু কচ্ছপ মাথা দিয়ে গুঁতিয়ে অভিবাদন জানাতে পারে সঙ্গীকে!

কালো বা রংহীনতা অথবা অন্ধকারের আরেক মানে ভয়, কচ্ছপদের কাছে তা গুপ্ত শিকারির আস্তানা। সেই অর্থে কালো জিনিস দেখলে কচ্ছপ আশঙ্কা করতে পারে যে তার শত্রু লুকিয়ে আছে আবছায়া জায়গায়। আত্মরক্ষার্থে তাই শত্রুর ওপর আক্রমণ করতে নিজের মাথাটাকে ব্যবহার করতে পারে সে। আর কচ্ছপের অনেক শত্রুর রংই কিন্তু কালো। এই যেমন কাক, কালো রঙের অন্য পাখি বা সাপ কচ্ছপের শত্রু।

সরাসরি কালো জুতাটিকেই তেমন কোনো শত্রুও ভাবতে পারে সে।

তবে এটাও ঠিক, কচ্ছপ বিপদে পড়লে পালিয়ে যেতে এবং নিজের শক্ত আবরণের ভেতর নিজেকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে। সাপ কিংবা পাখির ওপর কচ্ছপকে সেভাবে হামলে পড়তে দেখা যায় না। আবার কালো ছাড়া অন্যান্য রঙের প্রাণীও তার শত্রু বটে!

কালো জুতা বা কালো রং পছন্দ না করার সম্ভাব্য কারণ সম্পর্কে খানিক ধারণা তো পেলেন। কচ্ছপ কোন কোন রং পছন্দ করে, তা-ও বলছি। কচ্ছপ নীল রং পছন্দ করে। নীলের বহু শেডের বিন্যাসে তারা স্বচ্ছন্দ। নীল সম্ভবত তাদের কাছে জলজ পরিবেশের প্রতীক। সবুজ ও বাদামিও তাদের পছন্দ। কারণ, এই রংগুলো তাদের প্রাকৃতিক আবাসের রং। তবে মানুষের মতোই একেক প্রজাতির কচ্ছপ একেক রঙে স্বচ্ছন্দ। বয়স, স্বাস্থ্য এবং পূর্ব অভিজ্ঞতার কারণে একই রঙের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।

সূত্র: অল টার্টলস ডট কম টার্টল ওএমজি ডট কম

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ