ফ্যাশনের দৌড়ে টালিউড ইন্ডাস্ট্রি এখন এগিয়ে আছে অনেকটা। ভালো অভিনয়ের পাশাপাশি পশ্চিম বাংলার অভিনেত্রীরা স্টাইলের বিষয়েও বেশ সচেতন। সাজ, পোশাক, অনুষঙ্গ বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের অনুসরণ করেন অনেক ফ্যাশনিস্তা অনুরাগী। এককথায় বলতে গেলে তাঁরা ‘ট্রেন্ডসেটার’। প্রিয় তারকাদের নির্বাচিত কিছু লুক রইল আজকের পাঠকদের জন্য।
লাল রঙের আউটফিটে আবেদন ছড়াচ্ছেন মিমি চক্রবর্তী
কমলা রঙের মনোকিনিতে লাস্যময়ী রাইমা সেন। উন্মুক্ত বক্ষদেশ, খোলা চুল আর কাজল কালো চোখের চাহনি দেখে বোঝার উপায় নেই চল্লিশ পেরিয়ে গেছে তাঁর।
বটল গ্রিন রঙের ডিপ নেক ও সাইড স্লিট গাউন পরেছেন অভিনেত্রী মাধুমিতা সরকার
রুক্মিণী মৈত্র ফ্রেমবন্দী হয়েছেন নীল সিকুইনের মিনি ড্রেসে। স্টেটমেন্ট দুল, সিলভার হিল আর ছোট চুলের স্টাইলে অন্য রকম লাগছে নায়িকাকে
হলোগ্রাফিক সিকুইন গাউনের সঙ্গে ওয়েট হেয়ার লুকে ক্যামেরাবন্দী হয়েছেন সৌরসেনী মৈত্র
কমলা-সাদা স্ট্রাইপড ব্রালেট আর হাই ওয়েস্ট কমলা প্যান্ট পরেছেন পার্নো মিত্র এই লুকে
সোহিনী সরকার মানেই আবেদন ছড়ানো সাজপোশাক। এই লুকে তিনি পরেছেন সাদা-কালো প্রিন্টেড ব্লেজার ড্রেস। বটমে সঙ্গী হয়েছে কালো স্টকিংস
ডিপ ভি নেক ফ্লোরাল ড্রেসে অনবদ্য মোনামী ঘোষ
নিয়ন রঙের স্টাইলিশ আউটফিটে আদ্রিজা রায়। পরেছেন ক্রস র্যাপ ক্রপ টপ ও হাই ওয়েস্ট বটম। সঙ্গে উঁচু করে বাঁধা পনিটেল
লাল স্ট্রেপলেস মিনি ড্রেসে সুন্দর লাগছে কৌশানী মুখার্জিকে। সঙ্গে জুটি হয়েছে লাল লিপস্টিক আর লেয়ার নেকপিস
ফ্রক স্টাইলের স্ট্রেপলেস আউটফিটে নুসরাত জাহান। সঙ্গে পরেছেন স্টেটমেন্ট দুল
অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছেন মিষ্টি অভিনেত্রী ঊষসী রায়। ন্যুডল স্ট্রেপের মিনি টপ আর বটম পরেছেন তিনি
কৌশাম্বী চক্রবর্তী ফ্রেমবন্দী হয়েছে ডেনিম লুকে
লাল সিকুইনের আকর্ষণীয় কো–অর্ড সেটে ক্যামেরাবন্দী হয়েছেন টালিউডের এ সময়ের অন্যতম সুন্দরী অভিনেত্রী স্বস্তিকা দত্ত
তৃণা সাহা ক্যামেরাবন্দী হয়েছেন সাইফ স্লিট আউটফিটে
সিলভার রঙের কাটআউট প্যাটার্নের সাইড স্লিট গাউনে সৌমিতৃষা কুণ্ডু। জুটি বেধেছে ম্যাচিং হাই হিল।