সর্বশেষ
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু: দুদক কমিশনার
কাতার আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির
বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করল ইন্টারপোল
‘বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার’
আগামী বিশ্বকাপেও রোনালদোকে চান ফিগো
সংসার ভাঙার গল্পে রাশেদ সীমান্ত-অহনা
জুনাইদ আহ্‌মেদ পলকের ‘হারানো সোয়েটার’ পাওয়া গেছে
সমকালের দেওয়া উপহার পেয়ে আনন্দে আত্মহারা মুশফিকের পরিবার
চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের
মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা
এক ব্যক্তিকে তিনবার প্রধানমন্ত্রী চায় বিএনপি
বিয়ে বা বাচ্চা নিলেই মিলবে অর্থসহ বিভিন্ন সুযোগ

জয়পুরহাটে বীজ আলুর সংকট, ফায়দা লুটছেন অসাধু ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

জয়পুরহাটে বীজ আলুর সংকট দেখা দিয়েছে। নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকায়ও সংগ্রহ করতে পারছেন না কৃষকরা। প্রশাসনের পক্ষ থেকে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় সভা করেও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

কৃষি বিভাগের দাবি, সংকট নয়, অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণেই আলুবীজের সংকট দেখা দিয়েছে। পুরো জেলায় প্রশাসনের পাশাপাশি কৃষি বিভাগের একাধিক টিম বাজার মনিটরিং করছে। অসাধু ডিলার ও ব্যবসায়ীদের জড়িমানাও করা হয়েছে। এরপরও তাদের থামানো যাচ্ছে না।

জেলায় এবার ৪০ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরজন্য ৬০ হাজার মেট্রিক টন বীজ প্রয়োজন। কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পক্ষ থেকে চার হাজার মেট্রিক টন বীজ ২১০ জন ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। পাশাপাশি বেসরকারি কম্পানির বীজ বাজারে বিক্রি হচ্ছে। ব্র্যাকের পক্ষ থেকে ৬ হাজার ৪৫০ মেট্রিক টন বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আলুবীজ ১৪ জন ডিলার ও ৩২০ জন সাব-ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। অন্যান্য কোম্পানি চাহিদার ৩৫ শতাংশ উচ্চ ফলনশীল বীজ জেলায় সরবরাহ করা হয়েছে। বাকি ৬৫ শতাংশ বীজ আলুর চাহিদা মিটিয়েছে সচেতন কৃষক ও উদ্যোক্তারা। ফলে বাজারে আলুবীজের কোন সংকট থাকার কথা না বলছে কৃষি বিভাগের।

তবে ভুক্তভোগী কৃষকরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, এ বছর সরকারি-বেসরকারি প্রতি কেজি ‘এ’ ও ‘বি’ গ্রেডের উচ্চ ফলনশীল আলু বীজ প্রকারভেদে দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ থেকে ৮০ টাকা। কিন্তু বাজারে কিনতে গেলে ‘বুকিং বন্ধ’ সাইন বোর্ড ঝুলিয়ে দিয়ে বীজ নাই বলছেন ডিলাররা। একই বীজ ১০০ টাকা কেজিতে খুচরা ব্যবসায়ীদের কাছে পাওয়া যাচ্ছে। জেলা সদরসহ ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্রের সত্যতাও পাওয়া গেছে।

ক্ষেতলালের বস্তা গ্রামের কৃষক সুরুজ মিয়া বলেন, এক বিঘা জমিতে রোপনের জন্য চার বস্তা বীজআলুর প্রয়োজন। বাজারে ৩ হাজার ২০০ টাকার বীজ আলু এখন বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকায়। তাও পাওয়া যাচ্ছে না।

শিবপুর বাজারের খুচরা বীজ ব্যবসায়ী ছানোয়ার হোসেন বলেন, ডিলারদের কারসাজির কারণেই কৃষকরা বেশি দামে আলু বীজ কিনতে বাধ্য হচ্ছেন। তারা চুক্তি করে খুচরা ব্যবসায়ীদের বীজ সরবরাহ করেন। সেই বীজ প্রতি বস্তায় ১০০ টাকা লাভ নিয়ে বাজারে ছাড়া হয়।

চৌমুহনী বাজারের ব্র্যাক সীড কোম্পানির ডিলার শাহজামান তালুকদার বলেন, জেলায় ৬০ হাজার মেট্রিক টন বীজের চাহিদার বিপরীতে বিভিন্ন কোম্পানি থেকে মিলছে ২৫ হাজার মেট্রিক টন। এ সুযোগ নিচ্ছে কিছু অসাধু বীজ ব্যবসায়ী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মুজিবর রহমান বলেন, জেলায় আলু বীজের কোন সংকট নেই। উচ্চ ফলনশীল আলুবীজের সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ