সর্বশেষ
মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি
তাইজুলের ঘূর্ণিতে স্বস্তিতে দিন শেষ করলো বাংলাদেশ
রেমিট্যান্সের জোয়ারে কমছে ডলারের দাম, জেনে নিন কত হলো
চাকরি দিচ্ছে আড়ং, উৎসব বোনাস ও স্বাস্থ্য বিমাসহ আছে বিভিন্ন সুবিধা
ঝালকাঠিতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু
বিমানবন্দরে সুমিতকে জড়িয়ে আবেগে ভাসলেন ঋতাভরী, ভিডিও ভাইরাল
ইনস্টাগ্রামে বয়সের কারচুপি ধরিয়ে দেবে এআই
নতুন আরেক মামলায় গ্রেফতার তুরিন আফরোজ
৫০ বছরে নিঃস্ব কোটি মানুষ, বাস্তুচ্যুতদের কান্না দেখার কেউ নেই
যে কারণে ভারত ছাড়তে চান কোহলি-আনুশকা
সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন
খুব সহজেই যেভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন
শিল্পের গ্যাস দিয়ে চলছে বিদ্যুৎ ও সার উৎপাদন, দিশেহারা কারখানা মালিকরা
৪ কর্মসূচি নিয়ে মে মাসে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ সংগঠন

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতটাও গভীর নয়: মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরের একদিন পরে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই নিয়ে বার্তা দিয়েছেন ৷ তিনি সরাসরি মোদির রাশিয়া সফরের সমালোচনা করেননি ৷ বরং প্রসঙ্গ তুলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ৷ তাঁর মতে, ভারত-মার্কিন সম্পর্কের ব্যপ্তি আগের চেয়ে আরও বেড়েছে ৷ কিন্তু সেটা এতটাও গভীর নয় যে তার অপব্যবহার করা যাবে ৷

বৃহস্পতিবার তিনি হাজির ছিলেন ভারত-মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব কনক্লেভে ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, “যেমন আমি আমার ভারতীয় বন্ধুদেরও মনে করিয়ে দিচ্ছি, যদিও এই সম্পর্ক প্রশস্ত এবং আগের চেয়ে গভীর ৷ কিন্তু এটা এখনও যথেষ্ট গভীর নয় যে ভারতের তরফ থেকে আমেরিকার সঙ্গে এর অপব্যবহার করা যেতে পারে ৷ আমি অনেক প্রতিরক্ষা লড়াই করব এই সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য করার জন্য ৷”

হুঁশিয়ারি দিয়েও তিনি থামেননি ৷ বরং আরও বলেছেন, “আমি সম্মান করি যে ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন পছন্দ করে ৷ কিন্তু সংঘাতের সময় কৌশলগত স্বায়ত্তশাসন বলে কিছু থাকে না । সংকটের মুহূর্তে আমাদের একে অপরকে জানতে হবে । আমরা এই সম্পর্ককে কী নাম দিয়েছি, তাতে আমার কিছু যায় আসে না ৷ কিন্তু আমাদের জানতে হবে যে আমরা বিশ্বস্ত বন্ধু… যে পরের দিন প্রয়োজনের সময় একসঙ্গে কাজ করতে হবে ৷ আমরা একে অপরের সরঞ্জাম সম্বন্ধে জানব৷ আমরা একে অপরের প্রশিক্ষণের ধরন জানি ৷ আমরা একে অপরের সিস্টেম সম্বন্ধে জানব এবং আমরা একে অপরকে মানুষ হিসেবেও জানব ।”

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, “কোনও যুদ্ধ নয়, আমাদের কেবল শান্তির পক্ষে দাঁড়ানো উচিত নয় । যারা শান্তিপূর্ণ নিয়মে চলবে না, আমাদের তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে, যাতে তাদের যুদ্ধের মনোভাব অবিচ্ছিন্নভাবে চলতে না পারে ৷ এটা এমন বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতকে একসঙ্গে জানতে হবে । আমাদের মাথা ও হৃদয় একত্রিত হয়ে আছে ৷ কিন্তু প্রশ্ন হল দু’টি দেশ কি তাদের পদক্ষেপ একত্রিত করতে পারবে ? যার ফলে পারস্পরিক আস্থা আরও গভীর হবে এবং এই মুহূর্তের নিরাপত্তা সংক্রান্ত হুমকির সঙ্গে মোকাবিলা করার ফলাফল দেবে ।”

মার্কিন বিদেশ দফতর ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে । এর আগে গারসেট্টি জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে, যাতে রাশিয়ার কাছ থেকে জবাবদিহি আদায় করা যায় ৷ উল্লেখ্য, ইউরোপ ও আমেরিকা উভয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে দেখে খুশি হয়নি । উভয়পক্ষই বিশ্বাস করে যে ইউক্রেন আক্রমণের ফলে ইউরোপে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিন দায়ী ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ