গাইবান্ধায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় আইডিইবি গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইসিটি সম্পাদক শেখ সোহেল রানা সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইডিইবির গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির সভাপতি চন্দ্র শেখর দাস, সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, কাউন্সিলর সোহরাওয়ার্দি মন্ডল, আইডিইবি নেতা প্রকৌশলী শফিকুল ইসলাম, খালেকুজ্জামান জুয়েল, গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আমজাদ হোসেন ও আইডিইবি সদস্য ফজলে রাব্বি প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ এই প্রতিষ্ঠানের (আইডিইবি) ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। অর্ধশতক এর বেশি সময় ধরে এই সংগঠনটি সুনামের সঙ্গে কাজ করে আসছে।
এ সময় বক্তারা গণপ্রকৌশল দিবস ও সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।