সর্বশেষ
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল কীভাবে লাগাবেন? 
লটকনের পুষ্টিগুণ
মিনিড্রেসের ৭টি আবেদনময় লুকে মোহনীয় মন্দিরা
দুধ বা দুধের তৈরি খাবার খেলেই সমস্যা হয়?
ফিউশনওয়্যারে জুড়ি নেই তানজিন তিশার, দেখে নিন আকর্ষণীয় ১০ লুক
রক্তে অতিরিক্ত চর্বির কারণ ও প্রতিকার
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়

এবার এশিয়ার প্রাচীনতম উৎসবে মেহজাবীনের সিনেমা

অনলাইন ডেস্ক

মেহজাবীন চৌধুরী, অভিনয় জগতের প্রিয় মুখ। বছর কয়েক ছোট পর্দা থেকে দূরে ছিলেন। এরইমধ্যে শেষ করেছেন দুটি সিনেমা। ছোট পর্দার মতো বড় পর্দাতেও সফল এই অভিনেত্রী।

দুটি সিনেমার একটি ‘সাবা’ আরেকটি ‘প্রিয় মালতী’। জানা গেছে, এশিয়া মহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী উৎসব ’ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র (ইফি) ৫৫ তম আসরে ’প্রিয় মালতী’ পেয়েছে অফিসিয়াল সিলেকশন। উৎসবে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে সিনেমাটি। অফিসিয়াল সিলেকশনের তথ্যটি ওয়েব সাইটে নিশ্চিত করেছে ইফি কর্তৃপক্ষ।

ইফির ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে ‘প্রিয় মালতী’। ভারতের গোয়ায় উৎসবের পর্দা উঠবে আগামী ২০ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে পানজিম অডিটোরিয়াম-৪ এ ২৭ নভেম্বর প্রদর্শনী রয়েছে সিনেমাটির।

‘প্রিয় মালতী’ সিনেমাটি ইফিতে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক। তিনি বলেন, ‘উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। তাই সংস্কৃতির যে যোগাযোগটা হওয়া প্রয়োজন সেটা ’প্রিয় মালতী’ দিয়ে করা সম্ভব বলে মনে করি।’

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। উপমহাদেশের গুরুত্বপূর্ণ উৎসবে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ইফি–তে ’প্রিয় মালতী’ সিলেক্ট হওয়ায় আমি ও আমাদের টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো আর কাজটা করিনা। কিন্তু যখন সেটা নির্বাচিত হয়ে যায় তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগবে যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবে।’’

মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

তবে, সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সিনেমা সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ