একবার ভাবুন তো, শহীদ আফ্রিদি এবং যুবরাজ সিংয়ের পুরনো দিনের সেই ক্রিকেটীয় লড়াই ২০২৪ এও টিভি স্ক্রিনে দেখছেন। হ্যা, এমনটাই সম্ভব হচ্ছে শনিবার (১৩ জুলাই)। কথায় আছে, যায় দিন ভালো-আসে দিন খারাপ। আসলে পুরনো দিনে স্মৃতি রোমন্থন করতে কার না ভালো লাগে। ঠিক তেমনি, ভারত-পাকিস্তানের সেই পুরনো দিনের লড়াই দেখতে আপনার মনেও নিশ্চয়ই আকুতি জাগে। তবে আপনি চাইলে আবার সেই পুরনো দিনে ফিরে যেতে পারেন কিংবদন্তিদের চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখে যেখানে মুখোমুখি হবে ভারত-পাকিস্তানের কিংবদন্তিরা।
শনিবার রাত ১০টায় বার্মিংহ্যামের এজবাস্টনে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো হওয়া ৬ দলের প্রতিযোগিতায় ৫ ম্যাচে ৪ জয়ে সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। অন্যদিকে, ৫ ম্যাচে ২ জয় নিয়ে সেমিতে উঠলেও টেবিল টপার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত।
ক্রিকেটের তুমুল উত্তেজনাকর এক লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এতে টানটান উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে ভারত শিরোপা ঘরে তুলে। এবার কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। পাকিস্তান এবার কি পারবে সেই স্মৃতি ফিরিয়ে শিরোপা ঘরে তুলতে?
ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
বিভি/পিএইচ