চলচ্চিত্র নির্মাতা মনিরুল ইসলাম সোহেল ‘স্বপ্ন যে তুই’ ও ‘বাজে ছেলে-দ্য লোফার’ নামের সিনেমা নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে সিনেমা নির্মাণ করছেন না তিনি। বর্তমানে তিনি বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি নবাগত আরাবি রহমানকে নিয়ে একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন।
আগামীকাল ১৪ জুলাই রাজধানীর বনশ্রীতে এর দৃশ্যধারণ শুরু করা হবে বলে জানান এর নির্মাতা। প্রথমবার মডেল হওয়া প্রসঙ্গে আরাবি রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরেই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো কাজের মাধ্যমেই দর্শকের সামনে আসতে চাই। বর্তমানে নাচ ও অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য তালিম নিচ্ছি।
বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়া প্রসঙ্গে আরাবি বলেন, হঠাৎ করেই নির্মাতা মনিরুল ইসলাম সোহেল ভাই আমাকে জানালেন একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনের কথা। বিষয়টি প্রথমে সিরিয়াসভাবে নেইনি। ভেবেছিলাম আমার মতো একজন নতুন মানুষকে নিয়ে এত বড় কোম্পানির বিজ্ঞাপন। পরে তো সত্যি সত্যি আমাকে সাইন করানো হলো। দারুণ লাগছে ক্যারিয়ারের শুরুতেই এমন একটি কাজে যুক্ত হতে পেরে। মনিরুল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আমার মতো একজন নতুন মানুষকে সুযোগ দেওয়ায়।
পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, দীর্ঘ ক্যারিয়ারে আমি অনেক নতুন শিল্পীদের নিয়ে কাজ করেছি। অনেকেই এখন সফলভাবে চলচ্চিত্রে কাজ করছে। আরাবির মধ্যে আমি নায়িকা হওয়ার সব গুণই দেখেছি। আমার বিশ্বাস সে একদিন সফল হবে। তার মতো সুন্দরী ও ভালো উচ্চতর একজন মেয়ে ভালো করবেই। যদি লেগে থাকে সফল নায়িকা হবে এটা আমি মনে করি।