পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে আটটি মোটরসাইকেলসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ঘন্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পথচারী ও ব্যবসায়ীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার রাত সাতটার পর পলাশবাড়ী উপজেলা চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দ্বন্দ্বের জেরে বুধবার বিকেলে উপজেলা পরিষদ এলাকায় জামায়াত নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বাক্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার চৌমাথা মোড়ে অবস্থান নিলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল। এতে উভয় পক্ষের বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।