সর্বশেষ
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল কীভাবে লাগাবেন? 
লটকনের পুষ্টিগুণ
মিনিড্রেসের ৭টি আবেদনময় লুকে মোহনীয় মন্দিরা
দুধ বা দুধের তৈরি খাবার খেলেই সমস্যা হয়?
ফিউশনওয়্যারে জুড়ি নেই তানজিন তিশার, দেখে নিন আকর্ষণীয় ১০ লুক
রক্তে অতিরিক্ত চর্বির কারণ ও প্রতিকার
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

যদি আরও সময় লাগে লাগুক, কোনো আফসোস নেই: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। নায়িকার বাইরেও বিভিন্ন সময়ে মানবিক পরিচয়ে হাজির হতে দেখা যায় তাকে।

এদিকে বেশ লম্বা সময় ধরে বড় পর্দায় তেমন ভাবে নিয়োমিত নন অপু বিশ্বাস।নিজের ব্যবসা প্রতিষ্ঠান আর মাঝে মাঝে ফটোশুটে অংশ নিয়েই বর্তমানে ব্যস্ততা তার। সামজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ দর্শকদের পাশাপাশি তার ভক্তদেরও প্রশ্ন চলচ্চিত্রে অপু বিশ্বাস নেই কেন? এ নিয়ে অনেক দিন ধরে আলোচনা চললেও নীরব ছিলেন অপু। অবশেষে কারণ জানালেন ‘কোটি টাকার কাবিন’খ্যাত এই অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, অনেক সিনেমা করেছি, আগামীতে আরো অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এজন্য যদি আরো সময় লাগে লাগুক; কোনো আফসোস নেই। কারণ, আমার তো সংখ্যা দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।

এখন সব দিন একই রকম হয়ে গেছে: অপু বিশ্বাস

সময় চেয়ে অপু বিশ্বাস বলেন, সিনেমার জন্য বড় পরিকল্পনা, সময়, প্রস্তুতি ও ক্যানভাসসহ আরো অনেক কিছু লাগে। সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। আশা করি, সব হবে। শুধু একটু সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রাপ’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় এটি। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করেন জয় চৌধুরী। তা ছাড়াও অভিনয় করেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এটি পরিচালনা করেন দ্বীন ইসলাম।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ