সর্বশেষ
কেন নারীদেরই বেশি রক্তশূন্যতা হয় কেন
একই সঙ্গে ফ্যাশন আর আবেদনে দশে দশ এই অভিনেত্রী, বলছে তাঁর সাম্প্রতিক যত লুক
বয়স বাড়লেও দৃষ্টি ঈগলের মতো রাখবে যে ৫ খাবার
রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কম
মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি
জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা
১৩ মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প
সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
আকর্ষণীয় ৬ লুকে চোখ ধাঁধালেন টালিউডের এই চেনা মুখ
মাঝরাত পর্যন্ত মোবাইল দেখেন, কী পরিণতি জেনে নিন?
তুলসী পাতার ফেসপ্যাক বাড়বে ত্বকের উজ্জ্বলতা
ত্বক পরিষ্কার করতে সাবানের বদলে এসব প্রাকৃতিক উপাদান ব্যবহারে যত উপকার
গুগলের এআই টুল যেভাবে আপনার ব্যক্তিগত বিউটি এক্সপার্ট হতে পারে
হোয়াটসঅ্যাপে স্টেগনোগ্রাফি ফাঁদ, হারাতে পারেন সর্বস্ব

লালমনিরহাটে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০

অনলাইন ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা আবদুল হামিদ (৪০), সাকিব (১৭), সৌরভ (১৮), মিনারুল (৩৮), সিরাজুল (৩৮) আবদার রহমান (৫০), জুয়েল (৩৬), সুমন (২৯), মনির (২০), কাজল (২৪) ও জীবন (১৯)।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গেন্দুকুড়ি উত্তর সীমান্ত এলাকার আবাদি জমি নিয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হামিদের সঙ্গে আতিকুল ও নূরুলদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমির ধান কাটা নিয়ে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন ওই এলাকায় জমায়েত হতে থাকেন। এ সময় তাঁদের মধে৵ চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে আতিকুল ও নূরুলের লোকজন হামিদ ও তাঁর লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। ফলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আহত ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ‘ওই জমি আমার। আমি আবাদ (চাষ) করেছি। এমনকি ধান কেটে জমিতে রেখেছি। সেই ধান নিয়ে আসার আগেই তারা লাঠিসোঁটা নিয়ে এসে ধান তুলে নিয়ে যায়। আমরা বাধা দিলে তারা অতর্কিতে হামলা করে। আমি আমার ছেলেসহ তিনজন আহত হই।’

এ বিষয়ে অভিযুক্ত নূরুলের শ্যালক হাফিকুল ইসলাম বলেন, ‘আমার বোনজামাই এই জমি আগে থেকে ভোগ করে আসছে। তারা জোরপূর্বক জমি নিজেদের দাবি করছে। আজ আমরা ধান কাটতে এলে তারা এসে আমাদের বাধা দেয়। তাদের কাছে যদি জমির কাগজ থেকে থাকে দেখাবে।’

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ