সর্বশেষ
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু: দুদক কমিশনার
কাতার আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির
বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করল ইন্টারপোল
‘বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার’
আগামী বিশ্বকাপেও রোনালদোকে চান ফিগো
সংসার ভাঙার গল্পে রাশেদ সীমান্ত-অহনা
জুনাইদ আহ্‌মেদ পলকের ‘হারানো সোয়েটার’ পাওয়া গেছে
সমকালের দেওয়া উপহার পেয়ে আনন্দে আত্মহারা মুশফিকের পরিবার
চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের
মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা
এক ব্যক্তিকে তিনবার প্রধানমন্ত্রী চায় বিএনপি
বিয়ে বা বাচ্চা নিলেই মিলবে অর্থসহ বিভিন্ন সুযোগ

নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানাল বিএনপি

অনলাইন ডেস্ক

নতুন নির্বাচন কমিশনের দ্বায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে নতুন নির্বাচন কমিশন কাজ করবে-এমনটাই আশা দলটির।

রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। জনগনের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদও দেন তিনি।

এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আরও পড়ুন: বিপ্লবে সরকার পরিবর্তন ছাড়া আর কিছুই বদলায়নি: গয়েশ্বর

বৈঠক শেষে ব্রিফিংকালে আমির খসরু বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে। দেশি-বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন। আজ (রোববার) নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে।

স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে তুরস্ক তাদের সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তার কথা জানিয়েছে বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরষ্কের আগ্রহের কথা জানিয়েছে। বিএনপি সরকার গঠন করলে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কসহ সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশ ইস্যুতে সব সময় যেটা উঠে আসে যে নির্বাচন কবে? সবার একই প্রশ্ন নির্বাচন কবে? সেই প্রশ্নের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় বলে আসছি, একটি গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত যারা অংশীদার আছেন, তারা অপেক্ষা করছেন নির্বাচিত সরকার এলে তারা তাদের সিদ্ধান্ত গুলো নেবে। তুরস্ক সেটা জানতে চেয়েছে, নির্বাচন কবে হবে।

তুরস্কের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আছে উল্লেখ করে আমীর খসরু বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের টার্কিশ ভাষা নিয়ে কাজ করছে। আর ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। তাদের এখন ১ দশমিক ২ বিলিয়নের মতো ব্যবসা হচ্ছে। এটাকে সামনে কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ