সাবরিনা কার্পেন্টারের জয়জয়কার এখন চারিদিকে। নিজেকে ‘সুইফটি’ দাবী করা এই অত্যন্ত জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী সামনে টেইলর সুইফটকে ছাড়িয়ে যাবেন, বলছেন অনেকে। হঠাৎ করে দেখলে মানুষ সমান পুতুল বলে ভ্রম হয় এই সুন্দরী তারকাকে। সাবরিনার কিছুটা ছোটোখাটো গড়নকে তিনি বরং এক ‘ইউএসপি’তে পরিণত করেছেন বর্তমানে উন্মাদনা জাগানো মিউজিক ট্যুর ‘শর্ট অ্যান্ড সুইট’ দিয়ে। অবশ্য তাঁর সাম্প্রতিক অ্যালবামের নামও এটিই, যার জন্য তিনি এই কনসার্টটি করছেন। বিশ্বব্যপী এই শর্ট অ্যান্ড সুইট ট্যুরের ৪৭টি শো হওয়ার কথা। ২০২৩ এর সেপ্টেম্বরে শুরু হয়ে সাবরিনার এই পঞ্চম মিউজিক ট্যুর শেষ হবে ২০২৫ এর মার্চে। এই ট্যুরের লুক নিয়ে প্রথম থেকেই চলছে আলোচনা ও সমালোচনা। অত্যন্ত আবেদনময়ী ভঙ্গিমা, কোরিওগ্রাফি আর মূলত ঝলমলে ও রঙিন লঞ্জরি বা রাতপোশাকেই সামনে আসছেন সাবরিনা এই শোগুলোতে। তোয়ালে নিয়ে এই অপরূপা সুন্দরী গায়িকার একটি মোহনীয় ভঙ্গিমার পোজ এই ট্যুরের সিগনেচার হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে আবেদনময় কনসার্ট এটি। চলুন তবে এই শর্ট অ্যান্ড সুইট ট্যুরে সাবরিনা কার্পেন্টারের নজরকাড়া কিছু লুক দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।
লাল ঝলমলে সিকুইনের অফ দ্য শোল্ডার মিনি ড্রেস লঞ্জরিতে সিগনেচার তোয়ালে পোজে সাবরিনা
কালো মিনিড্রেসের বেবিডল লুকে দেখা যাচ্ছে এই তারকাকে। মাইক্রোফোনেও সিকুইনের ছোঁয়া
গ্ল্যামারাস লঞ্জরিতে সাবরিনা
শর্ট অ্যান্ড সুইট ট্যুরের পোস্টারে সাবরিনা
এই ট্যুরের এমটি বড় প্রতীক এই আকর্ষণীয় ঠোঁটের ছবি
লম্বা রূপালি বুটসে ব্লক হিলস ও লাল হার্ট শেপ ডিজাইন। সাবরিনা এখানে পরেছেন লাল মিনিড্রেস
ডিপনেক কমলা ড্রেসের সঙ্গে সাদা বুটসে সাবরিনার পারফরম্যান্স
কালো নেটের বডিস্যুটের সঙ্গে ম্যাচিং গ্লাভসে এই সুন্দরী তারকা
প্রতিটি শোয়েই সাবরিনাকে এই পোজ আর লুকে দেখা যায়। শুধু বদলে যায় কালার প্যালেট।
ছবি: সাবরিনা কার্পেন্টারের ইন্সটাগ্রাম ও ফ্যান অ্যাকাউন্ট