সেই ২০০১ সালে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজগুলোর অন্যতম ‘কসৌটি জিন্দেগি কি’ দিয়ে নজর কাড়েন শ্বেতা তিওয়ারি। ‘প্রেরণা’ চরিত্র দিয়ে হয়ে ওঠেন সকলের প্রিয়। এরপর বেশ কিছু টিভি সিরিজ ও সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। প্রথম স্বামী রাজা চৌধুরীর ঘরে জন্মানো তাঁর কন্যা পলক তিওয়ারি এখন বলিউডের সম্ভাবনাময় জেনজি তারকাদের একজন। এরপর দ্বিতীর স্বামী অভিনব কোহলির সঙ্গে ছেলে রেয়ানশের জন্ম হয়। এখন শ্বেতা সিঙ্গেল। এরই মাঝে সম্প্রতি অভিনেতা বিশাল আদিত্য সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জনে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন শ্বেতা। তবে জানা গেল, এই আবেদনময়ী ‘স্টার মম’ আসলে এখনো সিঙ্গেল। চলুন দেখে নিই তাঁর কিছু আকর্ষণীয় লুক।
জিন্স আর টপের স্মার্ট লুকে শ্বেতা
শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউযে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
এখানে ফিউশন স্টাইল স্যাটিন শাড়ির সঙ্গে অফ দ্য শোল্ডার ব্লাউজ পরেছেন শ্বেতা
মেরুন সিকুইনের থাই স্লিট ড্রেসে বসলেডি ভাইব
ম্যাচিং টপ ও প্যান্ট পরেছেন তিনি এখানে
সিকুইনের কালো হলটারনেক ড্রেসে শ্বেতা
মেয়ে পলকের সঙ্গে শ্বেতা
এখানে শ্বেতাকে দেখা যাচ্ছে ছেলে রেয়ানশের সঙ্গে
মিনি স্কার্ট ও টপের সঙ্গে লেয়ারিং করেছেন শ্বেতা নজরকাড়া কোটড্রেসে
এই আবেদনময়ী স্টার মম এখানে নজরক আড়ছেন দক্ষিণি স্টাইল ড্রেপের হলুদ শাড়ি ও ব্যাকলেস ব্লাউজ
ছবি: শ্বেতা তিওয়ারির ইন্সটাগ্রাম