সর্বশেষ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা

তিন গোলে এগিয়ে গিয়েও অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারাল সিটি

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৩ গোলে এগিয়ে গিয়েও অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারিয়েছে। ডাচ ক্লাব ফেইনুর্দের সঙ্গে ৩-৩ গোলের এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে নেমে গেছে সিটি। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্দ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঘরের মাঠে ৫৩ মিনিটের মধ্যেই ৩ গোলে এগিয়ে গিয়েছিল সিটি। তবে সেখান থেকে ফিরে এসে নির্ধারিত সময়ের মধ্যেই ৩ গোল পরিশোধ করে ডাচ ক্লাব ফেইনুর্দ। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

তবে ম্যাচের শুরুটা অবশ্য বেশ দারুণ ছিল সিটির। শুরু থেকেই আক্রমণে দাপট দেখানো দলটি প্রথম গোল পায় ৪৪ মিনিটে। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন আর্লিং হলান্ড। বিরতির পর শুরুটা দারুণ হয় সিটির। ৫০ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। ৩ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন হলান্ড।

সিটির জয় যখন অনেকটাই নিশ্চিত, তখন হুট করেই অবিশ্বাস্য এক কামব্যাক করে ফেইনুর্দ। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩ গোল করে সিটির হাতের মুঠো থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় দলটি। ৭৫তম মিনিটে ব্যবধান কমান আনিস হেজ মুসা। ৮২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সান্তিয়াগো হিমেনেস। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে তৃতীয় এবং শেষ গোলটি করেন ডেভিড হ্যাঙ্কো।

ডাচ ক্লাব ফেইনুর্দের সঙ্গে আজকের (মঙ্গলবার) ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ ম্যাচ জয়বঞ্চিত থাকল সিটি। গত ৩০ অক্টোবর লিগ কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হার দিয়ে ব্যর্থতার জালে বন্দি হয় দলটি। সেই ম্যাচের পর প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহ্যামের বিপক্ষে হারে তারা। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে পরাশক্তি দলটিকে স্পোর্টিং লিসবনও হারিয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ