সাদা পোশাকের রয়েছে আলাদা আবেদন। নিজেকে শুভ্রতার চাদরে মোড়ানোর পাশাপাশি লুকে এনে দেয় এলিগেন্ট আমেজও। বলিউড সুন্দরীরা অবশ্য এসব বিষয়ে এক ধাপ এগিয়ে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে রেড কার্পেট লুক, এয়ারপোর্ট লুক কিংবা ছুটি কাটাতে গেলেও সাদা পোশাককে সঙ্গী করেন অনেক তারকা। শুভ্রতার আবেদনে বলিউড ডিভাদের তেমনই কিছু লুক দেখে নেওয়া যাক
জাহ্নবী কাপুর পরেছেন সাদা নিট ফেব্রিকের কাটআউট ড্রেস
ডিপনেক স্লিভলেস ব্লাউজের সঙ্গে সাদা শাড়ির মোহময়ী আমেজে বঙ্গসুন্দরী মৌনি রায়
সাদা কাটআউট বডিকন ড্রেসের আবেদনময়ী লুকে তৃপ্তির দিক থেকে যেন চোখ সরানোই দায়
স্ট্রেপলেস সাদা গাউনে যেন শুভ্রতা ছড়াচ্ছেন দিশা পাটানি
সাদা জামদানি শাড়িতে আলিয়া ভাট
ওয়ান শোল্ডার ফেদার দেওয়া আকর্ষণীয় আউটফিটে ফ্রেমবন্দী হয়েছেন শেহনাজ গিল। সঙ্গে পায়ে ম্যাচিং জুতা
কাটআউট ওয়ান শোল্ডার বডিকন গাউনে আবেদন ছড়াচ্ছেন মালাইকা অরোরা
ফেদার দেওয়া সাদা মিনি ড্রেসের এলিগেন্ট লুকে ক্যাটরিনা কাইফ
ফ্লোরাল কাজ করা টিস্যু শাড়ির সঙ্গে সামান্থা রুথ প্রভু পরেছেন ডিপ ভি নেক স্লিভলেস ব্লাউজ
সাদা কেপ ড্রেস পরেছেন সোনাক্ষী সিনহা। পায়ে ম্যাচিং পাম্প হিল