সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

শীতের সবজির পুষ্টিমান বজায় রাখার নিয়ম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। একেক মৌসুমে খাওয়াদাওয়া, উৎসব–আমেজও একেক রকম। শীত আসে এ দেশে উৎসবের আমেজ আর নানা রকম রঙিন শাকসবজির ভান্ডার নিয়ে। এসব শাকসবজি এবং এগুলোর পুষ্টিমান বজায় রাখা নিয়ে আলোচনা করা যাক:

ফুলকপি

ফুলকপিতে ভিটামিন এ, বি, সি (যদিও তাপে নষ্ট হয়ে যায়) ও ভিটামিন কে আছে প্রচুর। আরও আছে আয়রন, সালফার, ফসফরাস, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ফাইবার। ফুলকপির সালফারযুক্ত সালফোরাফেন উপাদান ক্যানসার কোষ ধ্বংস করে। এ ছাড়া ফুলকপি রক্তচাপ কমায়, হৃদ্‌যন্ত্র সুস্থ রাখে, পরিপাকে সহায়তা ও কোষ্টকাঠিন্য দূর করে, কোলেস্টেরলমুক্ত ও অল্প ক্যালরিযুক্ত হওয়ায় ওজন কমায়, ফুলকপির ভিটামিন এ, সি শীতকালীন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি ও টনসিলের প্রদাহ  থেকে বাঁচায়।

বাঁধাকপি

নিয়মিত বাঁধাকপি খেলে হজমশক্তি ভালো হয়। বাঁধাকপি কোষ্টকাঠিন্য প্রতিরোধ করে। এটিতে থাকা সালফার যৌগগুলো পাকস্থলীর প্রদাহ কমাতেও ভূমিকা রাখে। এতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

শিম

শিম প্রোটিন বা আমিষের খুব ভালো উৎস। যাঁরা নিরামিষভোজী এবং মাছ–মাংস যেকোনো কারণে খান না, তাঁরা খুব সহজেই শিম, বরবটি, মটরশুঁটি, শিমের বীজ থেকে আমিষের চাহিদা পূরণ করতে পারেন। এতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিডেন্ট ও পানি। এসব উপাদান রক্তে কোলেস্টেরল কমায়, কোষ্টকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, শিশুদের অপুষ্টি দূর করে। তবে যাঁরা কিডনির রোগে ভুগছেন, তাঁদের জন্য এটি নিষেধ।

মুলা

মুলার পাতায় ভিটামিন এ অনেক বেশি থাকে। প্রচুর বিটা ক্যারোটিন, আয়রন ও ভিটামিন সি আছে এ সবজিতে। এটি বিভিন্ন ক্যানসার প্রতিরোধ করে, ওজন কমায়, কিডনি ও পিত্তথলিতে পাথর তৈরি হওয়া প্রতিরোধ করে।

পালংশাক

পালংশাকে প্রচুর ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও আয়রন আছে। এটি উচ্চমানের পুষ্টিগুণসম্পন্ন ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। পালংশাক আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, হৃদ্‌রোগ ও কোলন ক্যানসার প্রতিরোধ করে। এর ক্যারোটিনয়েডস ও শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট প্রোস্টেট ও ওভারিয়ান ক্যানসার প্রতিরোধ করে। তবে যাঁদের ইউরিক অ্যাসিড বেশি, তাঁরা সপ্তাহে এক দিন এটি ৩০ গ্রাম খেতে পারবেন।

পুষ্টিমান বজায় রাখা

সব রকমের শাক রান্নার ক্ষেত্রে বড় টুকরা করতে হবে এবং কাটার আগেই ধুয়ে নিতে হবে। রান্নার সময় ঢাকনা দিয়ে রান্না করলে পুষ্টিমান
বজায় থাকবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ