সম্প্রতি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪-এ রুনা খান পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অনুষ্ঠানে জনপ্রিয় এই অভিনেত্রীর কালো শাড়ির লুক একেবারে মোহনীয় বলা যায়। এমন আবহাওয়ায় রাতের পার্টি লুকে কালো যেন প্রথম পছন্দ অনেকেরই। আর কালোর মধ্যে এক ধরনের জমকালো ভাব রয়েছে, সেটা অন্য কোনো রঙেই মেলে না।
অনুষ্ঠানে রুনা খানের কালো শাড়ির সাজ
সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী রুনা খানকে এমনই কালো শাড়ির মোহনীয় লুকে দেখা গেল বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪-এ। ওয়েবফিল্ম অসময়-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে রুনার সাজপোশাক নজর কেড়েছে সকলের।
দেশিয় ফ্যাশন উদ্যোগ ট্রেন্ড মার্ট-এর স্বত্ত্বাধিকারী নাহরিন আফরিন খানের ডিজাইন করা এই শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। মনোক্রোম অল ব্ল্যাক লুকের জন্য অত্যন্ত চমৎকার এই শাড়িটি। টেক্সচার্ড শিয়ার ফেব্রিকে এখানে বর্ডারে একই রঙের কাজ করা হয়েছে ।
মনোক্রোম অল ব্ল্যাক লুকের জন্য অত্যন্ত চমৎকার এই শাড়িটি
ম্যাচিং ব্লাউজের পুরো হাতা ও হাই নেক ডিজাইন নজর কাড়ছে। দারুণ ফিটিংয়ের ব্লাউজটির বডিতে কালো দিয়েই জারদৌসি, স্টোন ওয়ার্ক ও সিকুইনের কাজ করা। হাতে নেটের ফেব্রিকে পুরোটা স্টোনের কাজ। শাড়ির ড্রেপে ফুটে উঠছে রুনার আবেদনময়তা।
সাজের বেলায় একেবারে বাড়াবাড়ি নেই। সফট গ্ল্যাম লুকের চমৎকার মেকওভার ‘সিগনেচার লুক বাই সামিয়া’-র করা। হালকা গ্লসি ন্যুড শেডের লিপকালার দারুণ মানিয়েছে। আই মেকআপও মিনিমাল। তবে ঘন কাজল আর পরিমিত শিমারের ব্যবহার দিয়েছে মোহনীয় লুক।
উলটে টেনে বাঁধা স্লিক আপডু হেয়ারস্টাইলে দেখা যাচ্ছে এই সুন্দরী অভিনেত্রীকে এখানে। গয়নার বাহুল্যে যান নি তিনি একেবারেই। ফ্রেঞ্চ ম্যানিকিওর করা হাতে একটা স্টেটমেন্ট আংটি আর কানে টিয়ারড্রপ মুক্তার দুল পরেছেন রুনা খান। সব মিলিয়ে কালো শাড়ির সাজটি চোখে পড়ার মতো।