মোহাম্মদ আজহারুল ইসলাম খান
শীতের সকালে রবি হাসে
খোকা খুকি খুশিতে ভাসে।
শীতে কাপে গরু মহিষ জেলে
মজা পায় একটু গরম পেলে।
কৃষক কৃষাণী কাজের আড়ালে
শীত নিবারন করে খর জ্বেলে।
ভোরে খেজুর রসের মেলা বসে
নদীর তীরে পৌষ মাঘ মাসে।
শিশু কাঁদে মার আঁচল ধরে
খেজুরের রস খাবে মন ভরে।
বউ স্বামীর কাছে বায়না ধরে
বাবার বাড়ি যাবে গরম কাপড়ে।
অতিথি পাখিরা আকাশে উড়ে
খুশিতে শিকারীরা শিকার ধরে।
শীতকাল শীতের মাস
কারও আশ কারও সর্বনাশ।