সর্বশেষ
কেন নারীদেরই বেশি রক্তশূন্যতা হয় কেন
একই সঙ্গে ফ্যাশন আর আবেদনে দশে দশ এই অভিনেত্রী, বলছে তাঁর সাম্প্রতিক যত লুক
বয়স বাড়লেও দৃষ্টি ঈগলের মতো রাখবে যে ৫ খাবার
রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কম
মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি
জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা
১৩ মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প
সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
আকর্ষণীয় ৬ লুকে চোখ ধাঁধালেন টালিউডের এই চেনা মুখ
মাঝরাত পর্যন্ত মোবাইল দেখেন, কী পরিণতি জেনে নিন?
তুলসী পাতার ফেসপ্যাক বাড়বে ত্বকের উজ্জ্বলতা
ত্বক পরিষ্কার করতে সাবানের বদলে এসব প্রাকৃতিক উপাদান ব্যবহারে যত উপকার
গুগলের এআই টুল যেভাবে আপনার ব্যক্তিগত বিউটি এক্সপার্ট হতে পারে
হোয়াটসঅ্যাপে স্টেগনোগ্রাফি ফাঁদ, হারাতে পারেন সর্বস্ব

যত দ্রুত সম্ভব আবু সাঈদ হত্যা মামলার শুনানি শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘শহীদ বীর আবু সাঈদরা সব সময় জন্মায় না, সব এলাকায়ও জন্মায় না, বীর আবু সাঈদ আপনাদের এলাকায় জন্মাইছে, এজন্য আপনারা ভাগ্যবান। সবাই আবু সাঈদের জন্য দোয়া করবো। তিনি যে বীর; তার বীরত্ব বলে শেষ করা যাবে না।’

আজ সোমবার দুপুরে পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা আবু সাঈদের নামে ফাউন্ডেশন তৈবি করছেন। এই ফাউন্ডেশনে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগবে, আমরা তা করবো। আবু সাঈদ হত্যা মামলায় ৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এ মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করবো। অন্যান্য আসামি যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন। তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: বিলম্বিত হলেও সত্যের বিজয় অনিবার্য: বিএনপি মিডিয়া সেল

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, একটা ঝড় ঝাপ্টার পরেও ঘর রিপেয়ার করতে সময় লাগে। কিন্তু সেটা চাইলেই কি একেবারে সঙ্গে সঙ্গে আগের মতো হয়ে যায়? হয় না, সময় লাগে। আমাদেরও কিছু সময় দিতে হবে। আমাদের এমন কিছু নেই যে বলবো; আর হয়ে যাবে। এজন্য আমাদের একটু সময় দেন। আগের থেকে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আস্তে আস্তে আরও উন্নতি হবে।

তিনি আরও বলেন, এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি, পাশ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা সংবাদ পরিবেশন করছে, এটা একমাত্র আপনারাই (সাংবাদিক) কাউন্টার করতে পারেন। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে, মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমাদের দেশের সাংবাদিকরা সত্যি ঘটনাই বলবে। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যারা মিথ্যা ঘটনা রটাচ্ছে, তাদের মুখে চুনকালি পড়বে। ইসকন নিয়ে পরিকল্পনা হলে আপনারা জানতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন ঘিরে ঢালাও মামলার বিষয়ে বলেন, যারা মিথ্যা মামলা দিচ্ছে, আমরা তাদেরও আইনের আওতায় আনবো, এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয়। এ ব্যবস্থা আমরা নিচ্ছি, আমরা একটা কমিটি করে দিয়েছি। যে কমিটি ইনভেস্টিগেশন করে দেখবে, শুধু এটা পুলিশের ওপরে নয়। জেলা প্রশাসক, লিগ্যাল অফিসার তারাও দেখবে, এক্সচুয়ালি কারা দোষী। শুধু তাদের ক্ষেত্রে আইননানুগ ব্যবস্থা আমরা নিবো। যারা নির্দোষ, তারা অবশ্যই ছাড়া পাবে। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনশৃংখলা পরিস্থিতিসহ যাই কিছু বলেন না কেন; সবকিছুই আমরা যদি একসাথে করি, তাহলে সব কাজে বিশৃঙ্খলা হয়ে যাবে।

সাংবাদিকদের সত্যি ঘটনা প্রকাশ করার অনুরোধ করে উপদেষ্টা বলেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, যদি আমাদের ভেতরে দুর্নীতি পান, তাহলে আপনারা প্রকাশ করেন। ব্যক্তিগতভাবে আমারও যদি আপনারা দুর্নীতি দেখেন, তা প্রকাশ করেন। এখন পুলিশের সিলেকশন হচ্ছে। এখানে কোনো ধরনের কোনো রকমের অনিয়ম বা দুর্নীতি পান, তাহলে আপনারা তা প্রকাশ করুন। আমরা কারও জন্য সুপারিশ করি না। আমরা চাই, একটা ফেয়ার সিলেকশন, আপনারা আগে সবসময় বলতেন, পুলিশের ভর্তিবাণিজ্য। এবার কিন্তু কোনো ধরনের বাণিজ্যের তথ্য আপনারা দিতে পারেননি। যদি কোনো ধরনের বাণিজ্য হয়ে থাকে, তাহলে জানান, আমরা তাদের বিরুদ্ধে এ্যাকশন নিবো।

এর আগে আজ দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পীরগঞ্জের মেরিন একাডেমিতে অবতরণ করেন। পরে সড়কপথে বাবনপুরে পৌঁছান তিনি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি ওএসপি, পুলিশের মহাপরিচালক বাহারুল আলম বিপিএম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, ওসি এমএ ফারুকসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ