সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করলে যেভাবে বুঝবেন

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম আসার পর যোগাযোগের চিরচেনা রূপটাই যেন বদলে গেছে। তবে বর্তমান সময় তাৎক্ষণিক বার্তা প্রেরণের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ।

যোগাযোগের এই প্ল্যাটফর্মটিতে এমন কিছু ফিচার রয়েছে- যার মাধ্যমে আপনি চাইলে যে কাউকে ব্লক করে দিতে পারবেন। তবে যদি কেউ আপনাকে ব্লক করে রাখেন তাহলে সেটা বুঝতে পারবেন না। কেননা, হোয়াটসঅ্যাপ অন্য ব্যক্তিকে জানতে দেয় না যে কেউ তাকে ব্লক করেছে। ব্লক করা হলে আপনি ওই ব্যক্তিকে মেসেজ বা কল করতে পারবেন না।

তবে বর্তমানে হোয়াটসঅ্যাপ এমন কিছু কৌশল নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাকে ব্লক করা হয়েছে কি না। চলুন জেনে নেই কৌশলগুলো সম্পর্কে।

১) ধরুন আপনার কোনো কোনো কনট্যাক্ট অনলাইন থাকলে আপনি তা দেখতে পেতেন। কিন্তু হঠাৎ করেই পাচ্ছেন না। তাহলে এটা সম্ভব যে আপনাকে ওই কনট্যাক্ট থেকে ব্লক করে দেওয়া হয়েছে। তবে এও হতে পারে ওই কনট্যাক্ট হয়তো প্রাইভেসে সেটিংস বদলে ইনফরমেশন হাইড করে রেখেছেন।

২) তার চেয়ে খেয়াল করুন আপনি মেসেজ পাঠালে দুটি না একটি, কটা টিক দেখাচ্ছে। একটি টিক অর্থে আপনার ফোন থেকে মেসেজটি চলে গেছে। কিন্তু এখনও ডেলিভার্ড হয়নি। দুটি টিক অর্থে সেটা অন্য নম্বরটিতে চলে গেছে। আর ‘সিন’ করলে তবে সেই ডাবল টিক নীলবর্ণ ধারণ করে। সুতরাং মেসেজ পাঠানোর পর অনেকক্ষণ কেটে গেলেও যখন সিঙ্গল টিক হয়েই থেকে যায়, তখনই বুঝে নিতে হবে তা ওই ফোনে ঢোকেনি। তার মানে আপনি ব্লক, তা হতেই পারে। তবে ইন্টারনেট না থাকলেও এরকম দেখাতে পারেন। ফলে নিশ্চিত হওয়ার জো নেই।

৩) আপনি যে কনট্যাক্টকে নিয়ে সন্দেহ করছেন, হঠাৎ করেই যদি তার প্রোফাইল ছবিটি সরে যেতে দেখেন তাহলে ধরে নেওয়াই যায় আপনি ব্লকড। তবে এও সম্ভব, তিনি নিজেই ছবিটি সরিয়ে নিয়েছেন।

৪) ব্লক হয়েছেন কিনা তা বোঝার আরও বড় উপায় হলো সেই কনট্যাক্টকে কল করতে গেলে কিংবা তাকে কোনো গ্রুপে অ্যাড করতে গেলে যদি ‘এরর’ মেসেজ আসে তাহলে ধরে নিতেই পারেন আপনি ব্লকড।

৫) তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার আরও একটি উপায় আছে। আপনাদের কোনো ‘মিউচুয়াল কনট্যাক্ট’ থাকলে তাকে বলুন ওই নম্বরটির ‘লাস্ট সিন’ এবং প্রোফাইল ছবি তিনি দেখতে পাচ্ছেন কিনা। যদি এর উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে নিশ্চিত ভাবেই আপনি ব্লকড।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ