গাজীপুর সদর উপজেলায় মসজিদের জমি জবরদখল ও নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় মুসল্লিরা।
জমি পুনরুদ্ধারের দাবিতে এলাকার সর্বস্তরের জনগণ শুক্রবার সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জুমার নামাজের পর এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, শিরিরচালা ও আশপাশের এলাকায় ভূমি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এবং কুখ্যাত ভূমিখেকো আশরাফুলের বিরুদ্ধে। মোহাম্মদ আলী জাবালে নূর জামে মসজিদের জমি জবরদখল ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় তারা জবরদখলকৃত জমি অবিলম্বে উদ্ধার এবং ভূমিখেকো আশরাফুলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ কেউ দখল করতে পারবে না: মেজর হাফিজ
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় আশরাফুল দীর্ঘদিন ধরে পেশিশক্তি ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল করে আসছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জমিও রেহাই পায়নি তার দখলদারিত্ব থেকে।
এলাকার মানুষ দ্রুত এ অন্যায়ের প্রতিকার এবং দখল হওয়া জমি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা ভূমিখেকো আশরাফুলের কর্মকাণ্ডের প্রতি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় নেতারা জানান, প্রতিবাদ কর্মসূচি এখানেই শেষ নয়। যদি দখলকৃত জমি উদ্ধার এবং আশরাফুলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাতেন বিএসসি, নূর মোহাম্মদসহ বিভিন্ন মসজিদের ইমাম খতিব মুসল্লিরা।