সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

দেশে কি আর ফিরবেন না? প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক

বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা এখন বিদেশমুখী অভিনেত্রী আনুশকা শর্মা লন্ডনে সংসার পেতেছেন অভিনেত্রী তাপসী পান্নুও চলে গেছেন বিদেশে

বেশ কয়েক বছর ধরেই হলিউডে কাজ করছেন প্রিয়াংকা চোপড়া। লস অ্যাঞ্জেলেসেই বসবাস করছেন অভিনেত্রী। ভারতে আর ফিরবেন কিনা, তা নিয়ে রয়েছে সংশয়। প্রশ্ন রয়েছে তার হিন্দি ছবিতে কাজ করা নিয়েও। কারণ এর মধ্যেই প্রিয়াংকা প্রযোজনা সংস্থাও গুটিয়ে ফেলেছেন ভারত থেকে

যদিও প্রিয়াংকা যখন হলিউডে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তার মা পরামর্শ দিয়েছিলেন ভারতে কোনো একটা খুঁটি রেখে যাওয়ার কারণ তার মনে হয়েছিলঅভিনয় জীবনের চূড়ান্ত পর্যায়ে মেয়ে সব ছেড়ে হলিউডে যেতে চাইছে নতুন করে লড়াই শুরু হবে যাতে সমস্যা হলে দেশে ফিরে আসার মতো একটা অবলম্বন থাকে, সে জন্যই প্রযোজনা সংস্থার সূচনা

আরও পড়ুন: ‘বাজে খরচের অভ্যাস নেই, রাতে পার্টিও করি না…’

আনন্দবাজার সূত্রে জানা গেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন, প্রিয়াংকার প্রযোজনা সংস্থার মূল কর্মকাণ্ড মুম্বাই থেকে সরিয়ে ফেলেছেন তারা। এবার সংস্থার যা কিছু কাজ, সবই হবে আমেরিকা থেকে। কিন্তু কেন এমন করলেন অভিনেত্রী, তবে কি আর দেশে ফিরতে চান না তিনি?

কিছু দিন আগেই এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াংকা দাবি করেছিলেনতিনি আবার হিন্দি ছবিতে কাজ করতে চান। একেবারেই মজা করছি না। আমি এখানে বহু চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখা করেছি এবং চিত্রনাট্য পড়েছি। তিনি বলেন, আমি সত্যিই হিন্দি ছবিতে কাজ করতে চাইছি। বছর খুবই ব্যস্ত ছিলাম। কিন্তু তুরুপের তাসটা আমার আস্তিনেই রয়েছে, সময়মতো বের করব

সিটাডেলের শুটিংয়ে এতদিন ব্যস্ত ছিলেন প্রিয়াংকা চোপড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন সেই কাজ শেষ হয়েছে, এখন তার বিরতির পালা মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি প্রিয়াংকা তার মেয়ে মালতীকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করেছেন দীপাবলি পালন হোক বা আটার রুটি বেলামালতী সব কিছুতেই রয়েছে ভারতীয় অনুরাগীরাও তাই খুশি

কিন্তু এরই মধ্যে মধু চোপড়া শোনালেন অন্য কথা। তিনি বলেন, প্রযোজনা সংস্থাটি আমেরিকায় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন আমরা আর কোনো ভারতীয় ছবি প্রযোজনা করব না। কিন্তু ঈশ্বর চাইলে প্রিয়াংকা যদি ভারতে আবার ছবি করতে আসে, তখন আমরা আবার ভেবে দেখব। প্রিয়াংকার প্রযোজনা সংস্থাভেন্টিলেটর’, ‘পানি মতো পুরস্কারপ্রাপ্ত ছবির জন্য কাজ করেছে।

মধু চোপড়া বলেন, আমরা প্রযোজনা সংস্থার কাজ শুরু করেছিলামপ্ল্যান বিহিসাবে। আঞ্চলিক ছবির জন্য কাজ করে আমাদের সংস্থা। নতুন পরিচালক, অভিনেতাদের সাহায্য করাই এর লক্ষ্য ছিল

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ