লা লিগায় নিজেদের ঘরের মাঠে আবারও হতাশ করল বার্সেলোনা। নিচের সারির দল লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে কাতালানরা। চতুর্থ মিনিটেই কর্নার থেকে গোল করে লেগানেস অধিনায়ক গঞ্জালেস স্বাগতিকদের চমকে দেন।
বল দখলে ৮০ শতাংশ এগিয়ে থাকা বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচজুড়ে নেওয়া ২০টি শটের মধ্যে মাত্র ৪টি লক্ষ্যে ছিল, যা দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন লেগানেস গোলকিপার মার্কো দিমিত্রভ।
এই হারে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও বার্সার ওপর চাপ বাড়ছে। অ্যাটলেটিকো মাদ্রিদ সমান ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে, রিয়াল মাদ্রিদও সমান অবস্থানে। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসে ১৫ নম্বরে জায়গা করে নিয়েছে লেগানেস।