সৌদি আরবজুড়ে চালানো বিশেষ অভিযানে গত সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর গালফ নিউজের।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৮৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৮৩১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।
তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৩৫৮, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৯৯৪ এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে ১ হাজার ৩০৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৬০ শতাংশ ইথিওপিয়ান, ৪৮ শতাংশ ইয়েমেনি এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধভাবে সৌদি আরব ছাড়ার সময় আরও ১৭৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন প্রদানের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে, ২৪ হাজার ৮১০ জন পুরুষ ও ২ হাজার ৭৩০ নারীসহ ২৭ হাজার ৫৪০ প্রবাসী নির্বাসন ও প্রত্যাবাসনসহ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
এখন পর্যন্ত ১৯ হাজার ২৫৮ জনের নাম ভ্রমণ নথি প্রক্রিয়াকরণের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো করা হয়েছে। এ সময় ৯ হাজার ৮৯৩ জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িতদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে।