সর্বশেষ
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন
বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চলছে: তারেক রহমান
গণঅধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক
সিনিয়র অফিসার পদে লোক নেবে বিকাশ
সরকার না সরালে পদত্যাগ করব না: কুয়েট ভিসি
পহেলগাঁওকাণ্ডে হৃদয় ভেঙে গেছে বলিউড তারকাদের
প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকার পরামর্শ মির্জা আব্বাসের
একাধিক কাজ নিয়ে মিষ্টি জান্নাতের ব্যস্ততা
পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, অনলাইনে তোলপাড়!
সোনার দাম সকালে বাড়ল বিকেলে কমল
‘এক বাক্সে ভোট পাঠাতে’ সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য
ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদি সরকার: মামুনুল হক
কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

পাঁচ কার্যদিবসে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

তবে এই কমিটিতে সদস্য কতজন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। এ কমিটির সদস্য সংখ্যা পাঁচজন হতে পারে, সাত অথবা নয়জন হতে পারে। সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড হয়।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব কমিটিতে অনেকে আসতে চায় না। সবার থেকে নাম নেওয়া হবে। নাম সংগ্রহ করতে সময় লাগবে। সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে।

কমিটি ও কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান তিনি। আইন মন্ত্রণালয় সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিভ্রান্তি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছে। তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠনে আজ আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এমন অবস্থায় আজ মঙ্গলবার তড়িঘড়ি করে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিল সরকার।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর  হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডে  ন্যায়বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলেন। একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে আসছেন। সবার সঙ্গে আলোচনা করে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে। এটি একটি স্বতন্ত্র কমিটি হবে। আর পুনঃতদন্ত সেটা আদালতের বিষয়।

এর আগে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিডিআর হত্যাকাণ্ডে আদালতে দুটি মামলা চলমান। তাই কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এ জন্য বিডিআর হত্যাকাণ্ডে কমিশন গঠন হচ্ছে না। তার দুদিন পর আজ তদন্ত কমিটি গঠনের ঘোষণা এল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ