সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় বালুবাহী ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের মৃত জামালউদ্দীনের ছেলে জয় ও সদরের মাছখোলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে সিহাবুজ্জামান সিহাব।
সাতক্ষীরা সদর থানার এএসআই দেলোয়ার হোসেন জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়া অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুজন মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের দিকে ফিরছিলেন। দ্রুতগতির মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। ট্রাকচালক ও হেলপার পালিয়েছে।