বলিউড ফ্যাশন এখন সারা বিশ্বের ফ্যাশন জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশাল এই ফিল্ম ইন্ডাস্ট্রির অর্থনৈতিক প্রভাব এত শক্তিশালী যে বৈশ্বিক ফ্যাশন বলিউড জ্বরে ভুগতে থাকে সারা বছর।আর সম্প্রতি দক্ষিণের বড় ভূমিকা দেখা যাচ্ছে বলিউড জগতে। নজরকাড়া ও সফল সাউথ প্রিন্সেসরা এখন বলিউডের রানি বনে যাচ্ছেন অনেকেই। মালবিকা মোহানানের ব্যাপারে এরকম ফোরকাস্ট করছেন বোদ্ধারা। বলিউডের সিনেমাতেও সাউথের প্রভাব আগের চেয়ে অনেক বেশি। আবার বোল্ড ও খোলামেলা আমেজের আবেদনময় ইমেজের সঙ্গে সঙ্গে অভিনয়শৈলীর পারফেক্ট মিশেলে কেউ কেউ নজর কাড়ছেন বেশি। অভিনেত্রী শর্বরী ওয়াগ তেমনই একজন। তবে সফটকোর বলিউডি আবেদনময়তার দৌঁড়ে পিছে ফেলে দিচ্ছেন বাকীদেরকে তৃপ্তি দিমরির মতো আচমকা উল্কার গতিতে তারকা খ্যাতির শীর্ষে চলে যাওয়া অভিনেত্রী। বিভিন্ন বিশ্লেষণ আর পর্যবেক্ষণমূলক প্রতিবেদন বলছে এই তিন আবেদনময়ী ডিভা এখন টক অব দ্য টাউন। আর তাঁরাই সামনে রাজত্ব করবেন বলিউডের ফ্যাশন জগত।
ইনোসেন্ট লুক থেকে পুরোপুরি দেশি বোল্ড লুকে নিজেকে উপস্থাপন করছেন আজকাল তৃপ্তি দিমরি
শর্বরী ওয়াগের আবেদনময় সৌন্দর্য আলোচনায় আসছে বারবার
মালবিকা মোহানান সাউথ ইমেজেই আবেদন ছড়াচ্ছেন ভরপুর
গোলাপি কোরসেট ড্রেসে তৃপ্তি
নট ডিজাইনের ড্রেসে শর্বরীর আকর্ষণীয় লুক
শাড়িতে আবেদন ছড়াতে জুড়ি নেই মালবিকার
তৃপ্তিকে প্রায়ই দেখা যাচ্ছে সিকুইনড, স্লিভলেস আর ডিপনেক পোশাকে
শর্বরী প্রায়ই নিরীক্ষা করেন দেশি-বিদেশি লুক নিয়ে। এখানে পরেছেন ফেদার ডিটেইল দেওয়া মিনি ড্রেস
মালবিকার আকর্ষণে মেতে আছে সাউথ আর বলিউড। পোশাক আর বডি ল্যাঙ্গুয়েজে বেশ বোল্ড তিনি। রাগড লুকের লাল ওয়ান শোল্ডার কাটআউট ড্রেসটি তাই বলছে
ছবি: তৃপ্তি, মালবিকা ও শর্বরীর ইন্সটাগ্রাম