সুন্দরী অভিনেত্রী তানজিন তিশাকে মানিয়ে যায় সব ধরনের পোশাকে। শাড়ি থেকে শুরু করে গ্ল্যামারাস গাউনে তিনি সমান আকর্ষণীয়। সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের নজরকাড়া সব লুকের ছবি শেয়ার করেন তিশা। অবকাশযাপন বা কোনো অনুষ্ঠানে তাঁর লুক কেমন হবে এই নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সেই সঙ্গে কিছু ব্যতিক্রমী ফটোশ্যুটেও অংশ নিয়েছেন এই অভিনেত্রী বছর জুড়ে। সব মিলিয়ে ২০২৪ সালে বারবার সকলের নজর কেড়েছেন তানজিন তিশা। চলুন তবে তাঁর বর্ষসেরা কিছু লুক দেখে নিই ইন্সটাগ্রাম থেকে।
কারুকাজ করা নজরকাড়া সাদা বডিকন ড্রেসে তানজিন তিশা
দক্ষিণি আমেজের শাড়ির লুকে অন্যরকম লাগছে তাঁকে
লাল প্যান্ট স্যুট আর কালো টপের বসলেডি লুকে তানজিন তিশা
আলো আঁধারিতে এই অভিনেত্রীর সাদা শাড়ির সাজ সত্যিই মোহনীয়
ওয়ান শোল্ডার কালো গাউনে আবেদন ছড়াচ্ছেন তিশা
প্যাস্টেল মিন্ট শাড়ির সঙ্গে ব্যাকলেস ম্যাচিং ব্লাউজের পিঠে মুক্তার লহরগুলো নজর কাড়ছে
আলাদা বেল স্লিভস দেওয়া রয়েল ব্লু গাউনে থাই স্লিট ডিজাইন। তিশার হিলস দারুণ মানিয়েছে এর সঙ্গে
ন্যুড ড্রেসের আকর্ষণীয় লুকে তিশা
ওয়ান শোল্ডার কালো গাউন পরেছেন এখানে এই সুন্দরী অভিনেত্রী
সিকুইনের সাদা কো অর্ডসে তানজিন তিশা
ছবি: তানজিন তিশার ইন্সটাগ্রাম