“পিতা-মাতা খুব কম সময়েই তাদের সন্তানদের ছেড়ে যায়, বরং সন্তানরাই তাদের ছেড়ে চলে যায়।
তারা এগিয়ে যায় ও দূরে চলে যায়।
যে মুহূর্তগুলো তাদেরকে সংজ্ঞায়িত করে
সেগুলো জুড়ে থাকে কেবল নিজেদেরকে পূর্ণতা দেওয়ার মুহূর্ত।
অনেক বেশি দেরি হয়ে যাবার আগ পর্যন্ত
তারা বুঝতেই পারে না যে,
তাদের সকল গল্প ও অর্জন সম্ভব হয়েছে কেবল
তাদের মাতাদের ও পিতাদের গল্পের ওপরে,
পাথরের ওপরে স্তুপ করে রাখা পাথরের মতো করে
নিজেদের জীবনের পানির নিচে।”