“তোমার দরকার এমন প্রেমিকের,
যে তোমার সাথে নাচতে নাচতে স্বর্গে চলে যাবে,
যতবারই সে তোমার চোখের ভেতরে তাকাবে।
এবং কখনোই সে তোমার প্রকাশের ভঙ্গিগুলোকে পাঠ করতে ক্লান্ত হবে না।
তোমার দরকার এমন প্রেমিকের,
যে তোমার গান শুনবে,
লজ্জার সময়ে তোমাকে আবৃত কববে,
এবং তোমার স্বাধীনতাকে সম্মান করবে।
এবং তোমার সাথে উড়তে ও পড়ে যেতে কখনোই ভয় পাবে না।
তোমার দরকার এমন প্রেমিকের,
যে মিথ্যেগুলোকে সরিয়ে নেবে,
এবং তোমার জন্যে আশা, কফি ও কবিতা বয়ে আনবে।”
