নতুনের জয়গান সবক্ষেত্রেই কাম্য। আর অভিনয় জগতে কাজলরেখা সিনেমা দিয়ে নবাগতা অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এ বছর বেশ নজর কেড়েছেন। সুন্দরী এই নতুন নায়িকার এক ঢাল চুল, আকর্ষণীয় মুখশ্রী আর আবেদনময় সব লুক বেশ নজর কেড়েছে সকলের বছর জুড়েই। কখনো অবকাশ যাপন, সিনেমার লুক, ফটোশ্যুট আর বিভিন্ন অনুষ্ঠানে গ্ল্যামারাস সাজপোশাকে দেখা গিয়েছেন মন্দিরাকে। চলুন তবে এবার দেখে নিই এই অভিনেত্রীর ২০২৪ সালের ১০টি আবেদনময় লুক।
কাজল রেখা রূপে এমন লুকে দেখা গিয়েছে মন্দিরাকে
সিনেমার থিমে নজরকাড়া ব্লাউজের সঙ্গে কালো শাড়ীতে মন্দিরা
এখানে তিনি পরেছেন ফুলেল ডিজাইনের লেহেঙ্গা
লাল সিকুইনের গাউনে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
নীল শেডের ড্রেসে সাগর পাড়ে মন্দিরা
আকর্ষণীয় শাড়ি ব্লাউজের গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে তাঁকে
কেপ স্টাইল টপ আর ম্যাচিং ডিজাইনার পেন্সিল স্কার্ট পরেছেন এই নতুন নায়িকা
প্যাস্টেল শেডের অলিভ গ্রিন শাড়িতে মোহনীয় মন্দিরা
সাদা মিনিড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
কালো ব্যাকলেস ব্লাউজের সঙ্গে কালো কাতান শাড়িতে মন্দিরা
ছবি: মন্দিরার ইন্সটাগ্রাম