কানাডার টরন্টোর অ্যালবার্ট ক্যাম্পবেল লাইব্রেরি অডিটোরিয়ামে ‘প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে এ আয়োজন করেছে বাংলা টেলিভিশন কানাডা ও বাংলা ২৪ কানাডা।
সেমিনারে ‘বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশিস রায়। প্রবন্ধে তিনি পাশ্চাত্য-ধাঁচের গণতন্ত্রের বিকল্প হিসাবে মডারেট ইসলামী আদলের গণতান্ত্রিক সমাজ গঠনের প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনায় অংশ নেন টিটো খন্দকার, আমিনুর রহমান সোহেল ও শওগাত আলী সাগর, যারা প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানের সঞ্চালক মানজু মান আরা প্রবন্ধটি পড়ে শোনান। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সাজ্জাদ আলী। সেমিনারের প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে প্রবন্ধকার ও আলোচকরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাজ্জাদ আলী এ পর্বটি সঞ্চালনা করেন।
সেমিনারের শুরুতে বাংলা টেলিভিশন কানাডা প্রযোজিত ‘৪৭ থেকে ৭১’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সজীব চৌধুরী। ব্যবস্থাপনায় ছিলেন দোলন তালুকদার, আরিয়ান হক ও আমির সুমন। স্থিরচিত্র ও ভিডিও চিত্রধারণে কাজ করেন স্নিগ্ধা চৌধুরী, অমৃতা রায় ও অষ্টিন কিম।
সেমিনারটি সফলভাবে আয়োজনের জন্য প্রবন্ধকার, আলোচক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান।