সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

বিয়ের পরেও আমার স্বামী অনেক প্রেম করেছে: মৌসুমী

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই। এই বয়সে এসেও অভিনেত্রীর রূপ যেন নজর কাড়ে সবার। শুধু তাই নয়, বয়স তার কাছে সংখ্যা মাত্র। এখনও নিয়মিতই চালিয়ে যাচ্ছেন অভিনয়। বর্তমানে দক্ষিণ কলকাতার পুরনো এক বাড়িতে ‘আড়ি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

জীবনে কোনো আক্ষেপ নেই মৌসুমীর। অভিনেত্রী বলেন, ‘দুঃখটা আসলে তোমার হাতে, যতক্ষণ ধরে রাখবে রাখো, হাতে ব্যথা হবে তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমি যেন নিজেকে আনন্দে রাখতে পারি। আমি আজ আছি, কাল নেই। নিজেরা ভালো করে কাজ করো।’

কাজের ফাঁকে এভাবেই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলেন মৌসুমী। অন্যদিকে দুঃখকেও খুব একটা পাত্তা দেন না তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, যদি আধ্যাত্মিক পথে থাকো, কিছু এসে-যাবে না। দুঃখকে আমি কখনো বড় করতে চাই না। নিজের আনন্দ, সুখ যদি কারও সঙ্গে ভাগ করে নিতে পারো, তাহলে সেটি করো।

জীবনে প্রেম এসেছে কি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমি তো সব সময় প্রেম করি। আমার স্বামী, আমি দুজনেই খুব রোমান্টিক মানুষ। আমার স্বামী তো বিয়ের পরেও অনেক প্রেম করেছে। আমি তো প্রেম করার সময় পাইনি। তবে ফ্লার্ট করেছি প্রচুর। শাবানা আজমি তো আমাকে বলেছে, ছয় বছর হোক কি ষাট বছর, মৌসুমী সবার সঙ্গে ফ্লার্ট করে যাবে।

আগের মানুষদের ব্যক্তিত্ব, শিষ্টাচার চোখে পড়লেও ভালো লাগে অভিনেত্রীর। তাদের জমানায় বিনোদ খান্না, ধর্মেন্দ্র উঠে চেয়ার এগিয়ে দিতেন। কিন্তু এখন সেটা খুব একটা চোখে পড়ের না। মৌসুমীর বলেন, এখনকার অভিনেতারা কি হিট দিয়েছে কি দেয়নি, কী হাবভাব, চকলেট খাচ্ছে আর পা দোলাচ্ছে। তাদের ঘিরে আছে আবার বাউন্সারও। আমাকেও বডিগার্ডের কথা বলা হয়েছিল। তবে আমার যা দেহ, তা রক্ষায় দেহরক্ষীর প্রয়োজন ছিল না আমার।

আজকালের রিল বা শর্টস ভিডিও তৈরিকারীদেরও ভালো লাগে না মৌসুমীর। বরং হেমন্ত মুখোপাধ্যায়ের মতো সহজ মানুষের উদাহরণ টেনে তিনি বলেন, তার মতো মানুষ হয় না। ওই সাদা হাফহাতা শার্ট আর ধুতি। কেন জানি না এখনকার মানুষ এগুলো শেখে না।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে মাত্র ১৫ বছর বয়সে ‘বালিকা বধু’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। এর পর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী। যা এখনও চলমান। মৌসুমীর উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো, ‘অনুরাগ’, ‘হামসাকাল’, ‘বেনাম’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘পরিণীতা’সহ আরও বহু চলচ্চিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ