আফ্রিকার দেশ মোজাম্বিকে গত ২১ অক্টোবর থেকে নির্বাচন পরবর্তী সহিংসতা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১০৩ জন নিহত এবং ৩৫০ জন আহত হয়েছেন। গত সোমবার নির্বাচন পর্যবেক্ষণ একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের বিতর্কিত ফলাফলের পর এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম ফর ইলেকশন মনিটরিং (DECIDE) এর নির্বাহী পরিচালক উইলকার ডায়াস রাজধানী মাপুতোতে সাংবাদিকদের বলেছেন, দেশটির গাজা, নামপুলা এবং কাবো ডেলগাডোর প্রধান প্রদেশগুলিতে আরও বেশি নিহত হয়েছে।
তিনি বলেন, বিদেশি প্রতিষ্ঠানের ক্রমাগত হস্তক্ষেপ না হলে এই দেশে খুব শিগগিরই পরিস্থিতি ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। আরও লোক মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। গত ২১ অক্টোবর থেকে মৃতের সংখ্যা ১০৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে প্রায় ১০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।