দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য নতুন করে রেমিট্যান্সের ডলার কেনার সর্বোচ্চ দর বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেঁধে দেওয়া দর অনুসারে সর্বোচ্চ ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনতে পারবে ব্যাংকগুলো। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা দেওয়া হয়। ফলে এখন থেকে বেঁধে দেওয়া দামেই রেমিট্যান্সের ডলার কিনবে ব্যাংকগুলো।
প্রায় চার মাস ডলারের বাজার স্থিতিশীল থাকার পর চলতি ডিসেম্বরের শুরু থেকে সেখানে অস্থিরতা ছড়িয়ে পড়তে শুরু করে। এসবের মধ্যেই গত কয়েকদিন ডলার-টাকার বিনিময় হার দুইবার ইতিহাসের সর্বোচ্চ দরের নতুন রেকর্ড তৈরি করেছিল। এর জেরে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে অস্বাভাবিক দামে রেমিট্যান্স কেনায় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে ১৩ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠিও দেওয়া হয়েছিল।