গোলাপি, হট পিংক বা ফুশিয়া রঙের বার্বিকোর ঝড়ের কথা তো সবারই মনে আছে। ফ্যাশনিস্তারা বিশ্বজুড়ে গা ভাসিয়েছিলেন সাড়া জাগানো বার্বি সিনেমার অনুপ্রেরণায় এই রঙের সাজপোশাকে নিজেকে সাজানোর ট্রেন্ডে। এরপর এই রঙের ক্রেজ অনেকটাই কমে গিয়েছে গত বছর জুড়ে। কিন্তু সম্প্রতি আবার বলিউড তারকাদের অনেকেই গোলাপিতে দেখা দিচ্ছেন হঠাৎ। এথনিকওয়্যার থেকে শুরু করে পশ্চিমা পোশাকে এই বার্বিকোর লুকগুলো দেখে নিই চলুন এবারে।
পশমিনা রোশান পরেছেন ফুশিয়া টপ আর ম্যাচিং প্যান্ট
সিকুইনের ফুশিয়া শাড়িতে আবেদন ছড়াচ্ছেন মৌনি রায়
তৃপ্তি দিমরির হটপিংক লেহেঙ্গা নজর কাড়ছে বেশ
ওয়ামিকা গাবি পরেছেন গোলাপি মিনিস্কার্ট
পলক তিওয়ারিকে সম্প্রতি দেখা গিয়েছে অফ দ্য শোল্ডার বেবি পিংক ড্রেসে
অনন্যা পাণ্ডে পরেছেন অফ দ্য শোল্ডার ফুশিয়া ড্রেস
মানুষি ছিল্লার পরেছেন গোলাপি মিনিড্রেস
নেকলাইনটি বেশ নজর কাড়ছে কিয়ারা আদভানির অফ দ্য শোল্ডার ড্রেসে
কৃতি শ্যাননের হট পিংক শাড়ির লুক
ফুলেল ডিটেইলিং দেওয়া বডিকন মিনিড্রেসে চোখ জুড়াচ্ছেন শানায়া কাপুর
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম