সর্বশেষ
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন
বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চলছে: তারেক রহমান
গণঅধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক
সিনিয়র অফিসার পদে লোক নেবে বিকাশ
সরকার না সরালে পদত্যাগ করব না: কুয়েট ভিসি
পহেলগাঁওকাণ্ডে হৃদয় ভেঙে গেছে বলিউড তারকাদের
প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকার পরামর্শ মির্জা আব্বাসের
একাধিক কাজ নিয়ে মিষ্টি জান্নাতের ব্যস্ততা
পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, অনলাইনে তোলপাড়!
সোনার দাম সকালে বাড়ল বিকেলে কমল
‘এক বাক্সে ভোট পাঠাতে’ সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য
ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদি সরকার: মামুনুল হক
কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

মিরপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

গণমুখিতা, আদর্শবাদিতা ও দায়িত্বশীলতার কারণে জামায়াত গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে; তাই আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ২নং সেকশনের মসজিদ মার্কেটে মিরপুর উত্তর থানা জামায়াতের ৭নং ওয়ার্ড আয়োজিত স্থানীয় বিত্তহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির মুনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমীর লিয়াকত আলী, সেক্রেটারি আব্দুল মান্নান, বাইতুলমাল সম্পাদক সাখাওয়াত হোসেন, সমাজসেবা সম্পাদক ইব্রাহিম হোসেন এবং থানার শুরা, কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের জামায়াত নেতৃবৃন্দ।

আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা কিনা, যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি আদর্শবাদী, গণমুখী ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। আমরা পদ-পদবী, প্রভাব-প্রতিপত্তি বা বৈষয়িক স্বার্থে রাজনীতি করি না বরং আমাদের রাজনৈতিক দর্শনই হচ্ছে আর্ত-মানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণ। আমরা কোনো অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো ধরনের অপরাধ প্রবণতার সঙ্গে জড়িত নই বরং আমরা নিজেদের অর্জিত পকেটের টাকা দিয়ে গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা বিগত ৫৩ বছর যাবৎ রাষ্ট্রের প্রয়োজনে যোগ্যতর নাগরিক তৈরি জন্য বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ করেছি। এ জন্য সহায়ক প্রতিষ্ঠানও আমরা প্রতিষ্ঠিত করেছি। মূলত, জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য লোকদের এক অদ্বিতীয় প্লাটফর্ম। তিনি দেশকে ক্ষুধা, দারিদ্র, অপশাসন-দুঃশাসন মুক্ত করতে জামায়াতের পক্ষে রায় দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: এদেশের মাটিতেই স্বৈরাচারের বিচার হবে: ডা. শফিকুর রহমান

সেলিম বলেন, জামায়াতে ইসলামী মানুষের পারলৌকিক মুক্তি ও জাগতিক কল্যাণের জন্য দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। অপরাপর রাজনৈতিক দলগুলোও মানুষের কল্যাণ ও মুক্তির কথা বলে জনগণের রায় প্রার্থনা করে। কিন্তু ভোট নেওয়ার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। মূলত, যারা দেশ, জাতি জনগণের জন্য কাজ করতে চান নির্বাচনে তাদের পক্ষে রায় দেওয়া উচিত। এ ক্ষেত্রে জামায়াতই গণমানুষের কাছে পরীক্ষিত শক্তি। আমরা আগামীতে সকল নির্বাচনে প্রার্থী দেবো। কারণ, আমরা আর কখনো জালিম, অসৎ, দুঃশ্চরিত্র, চাঁদাবাজ, টেন্ডারবাজসহ অপরাধীদের সমর্থন দেব না। তিনি আগামীতে রাষ্ট্রের সকল পর্যায়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করে দেশ ও জাতির সেবা করার সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান। তাহলেই গণমানুষের মুক্তি মিলবে।

আরও পড়ুন: সচিবালয়ে আগুন, যা বললেন মির্জা ফখরুল

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ