সর্বশেষ
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি

বাবরের কীর্তির দিনে বিপর্যয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান স্পর্শ করে নতুন এক কীর্তি গড়েছেন। তবে তার এমন অর্জনের দিনটি সুখকর হলো না দলের জন্য। প্রোটিয়া পেসারদের তোপের মুখে রীতিমত বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ১৮৯ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছে শান মাসুদের দল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। এদিন টেস্ট ক্যারিয়ারে ৪,০০০ রান পূর্ণ করতে বাবরের প্রয়োজন ছিল মাত্র তিনটি রান। করবিন বোশের বলে একটি বাউন্ডারি হাঁকিয়েই ওই কীর্তি গড়েন তিনি। ডানহাতি এই ব্যাটার বোশের একটি নিচু হয়ে আসা ফুল টস বলটি স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি পার করে তার মাইলফলক ছোঁয়ার আনন্দ উদযাপন করেন।

সেই সঙ্গে অসাধারণ এই অর্জনের মাধ্যমে বাবর সেই বিশেষ খেলোয়াড়দের তালিকায় নাম লেখালেন- যারা একই সঙ্গে টেস্টে ৪,০০০ রান, ওয়ানডেতে ৫,০০০ রান এবং টি-টোয়েন্টিতে ৪,০০০ রান করেছেন। এই তালিকায় তিনিই কেবল তৃতীয় খেলোয়াড়, যিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই ৪,০০০-এর বেশি রান করেছেন। তবে দুঃখজনকভাবে ওই চার রানেই শেষ হয় বাবরের প্রথম ইনিংস। ১১ বল খেলে প্যাটারসনের বলে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি।

কাকতালীয় বলেন বা মজার ব্যাপার বলেন, এদিন বাবর আজমের ইনিংস শুরু আর শেষের সঙ্গে জড়িত করবিন বোশ আর ডেন প্যাটারসনই গোটা পাকিস্তান দলের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ান। এই দুই পেসারই ধসিয়ে দেন সফরকারীদের ব্যাটিং লাইন। ভাগ করে নেন ৯ উইকেট। এর মধ্যে শেষের জনই ছিলেন একটু বেশি ভয়ঙ্কর। মাত্র ৭ম ম্যাচ খেলতে নামা প্যাটারসনই এদিন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার ঝুলিতে পোরেন।

কম যাননি অভিষিক্ত করবিন বোশও। ৩০ বছর বয়সি এই পেসার নেন ৪টি উইকেট। যার ফলে স্কোরবোর্ডে রান দুইশ জমা হওয়ার আগেই ৯ উইকেট খোয়ায় পাকিস্তান।

এর আগে, দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং পিচের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে। দারুণ বোলিংয়ে পাকিস্তানকে কোণঠাসা করেন ফেলে স্বাগতিক বোলাররা। যার ফলে চা বিরতির আগেই ৯ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শান মাসুদের দল। সংগ্রহ করেছে ১৮৯ রান। দলের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন কামরান গুলাম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে আমের জামালের ব্যাট থেকে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ