ওপার বাংলার মিমি চক্রবর্তী এখন বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের আরও কাছের মানুষ। এদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান-এর ‘উরাধুরা’ আর ‘দুষ্টু কোকিল’ গানে নিজের সাজপোশাক দিয়ে বাজিমাত করেছেন এই নায়িকা। শাকিব খানের চোখ ধাঁধানো পর্দা উপস্থিতি ছাপিয়ে এই দুই সুপারহিট গানের মূল আবেদন কিন্তু মিমিই।
এবারে এই অত্যন্ত আবেদনময়ী অভিনেত্রীর ১০টি বর্ষসেরা ‘উরাধুরা’ লুক দেখে নেওয়া যাক তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিতে।
আবেদনময় কালো ব্রালেট-স্কার্টের সঙ্গে কেপের লুকে মিমি
স্ট্রাইপড ব্রালেট আর ফিটেড ট্রাউজার্স পরেছেন তিনি
হলটারনেক নিয়ন সবুজ ব্রালেটের অপরে নেটের লেয়ারিং। লো রাইজ ডিস্ট্রেসড মাইক্রো মিনি শর্টসে মিমি আবেদন ছড়াচ্ছেন
লাল মনোক্রোম শাড়ির লুকে দেখা যাচ্ছে এই সুন্দরী অভিনেত্রীকে
উরাধুরা গানে এমন ঝলমলে কস্টিউম পরেছেন মিমি
কালো শাড়িতে ফুলেল এমব্রয়ডারিতে মোহনীয় মিমি
সাড়া জাগানো দুষতু কোকিল গানে মিমি পরেছেন আকর্ষণীয় মেরুন সিকুইনের কাট আউট ডিজাইনের স্লিটেড ককটেল ড্রেস
রেড হট লুকে জুড়ি নেই তাঁর
ব্রালেট আর প্যান্টে আকর্ষণীয় মিমি
সাদা টুপিসে আবেদন ছড়াচ্ছেন তিনি এখানে
শাড়ির লুকে মিমি অতুলনীয়। পরেছেন সাদা শিয়ার ফেব্রিকের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ।