বলিউডের তারকাদের চলমান ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে বিশ্বব্যাপী সকলের আগ্রহ থাকে তুঙ্গে। শুধু উপমহাদেশ নয়, সারা দুনিয়া জুড়েই এই ট্রেন্ডগুলোর জোরদার প্রভাব থাকে। বিভিন্ন ফ্যাশন হাউসগুলো যেমন তাদের নকশায় বলিউডের সাজপোশাক অনুসরণ করে তেমনি ফ্যাশনিস্তারাও প্রিয় তারকার মতো করেই নিজেকে সাজাতে চান। ২০২৪ সাল জুড়ে বলিউডে বোল্ড শাড়ি ও লেহেঙ্গার লুক, করসেট, আর্মর আর খামখেয়ালী কাট আউটের মতো ৯টি ফ্যাশন ট্রেন্ডের দাপট দেখা যাচ্ছে। তারকাদের ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিগুলোতে এ বছরের বলিউড ফ্যাশন ট্রেন্ড দেখে নিন এক নজরে।
১.খামখেয়ালী এক্সট্রিম কাটআউট
এক্সট্রিম প্যাটার্নের কালো কাট আউট ড্রেসে নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রী খুশি কাপুর
২.করসেট প্যাটার্নের টপ
আরেক নবীন বলিউড তারকা অনন্যা পান্ডে এই বছর করসেট স্টাইলের পোশাক পরেছেন বেশ।
৩.বর্ম বা আর্মর-কোর স্টাইল
দক্ষিণি তারকা তামান্না ভাটিয়া আবার আরেক ধাপ এগিয়ে ধাতব বর্ম বা আর্মর স্টাইলের টপ পরে তাক লাগিয়ে দিয়েছেন এ বছরের শেষে।
৪.চোখ কপালে তোলা দামের মিনিমাল পোশাক
লুই ভিতোঁর এই মিনিমাল ডিজাইনের মিনিড্রেসটি যে কারও ব্যাংক ব্যালেন্স দুর্বল করে দিতে পারে। বলিউড সুইটহার্ট আলিয়া ভাটের মতো অনেকেই এবার এমন সব পোশাক পরেছেন বছর জুড়ে।
৫.কৃত্রিম লেদারের আঁটসাট পোশাক
অভিনেত্রী জাহ্নবী কাপুরের মতো এই কৃত্রিম বা ফো-লেদারের ল্যাটেক্স ফিনিশ দেওয়া আঁটসাট বডি হাগিং ড্রেস, ট্রাউজার্স, বডি স্যুট আর টপ পরেছেন এবছর বলিউড তারকারা।
৬.ডেনিম অন ডেনিম
ডেনিম অন ডেনিম ট্রেন্ড ছুঁয়েছে বলিউড তারকাদেরও। অভিনেত্রী অনন্যা পান্ডের পরা টপ আর ট্রাউজার্স দুইটাই ডেনিমের। একেই ডেনিম অন ডেনিম বলে।
৭.বোল্ড ব্লাউজ আর ড্রেপিংয়ে শাড়ির লুক
এ বছর শাড়ির লুকের রাজসিক প্রত্যাবর্তন ঘটেছে বলিউডে। তবে সিকুইন, শিয়ার ফেব্রিক বা স্যাটিন মনোক্রোমের সব শাড়ির ড্রেপিং আর সঙ্গের ব্লাউজ বেশ বোল্ড। অভিনেত্রী শানায়া কাপুরের লুকটি তাই বলছে।
৮.লেহেঙ্গার টপেও বোল্ড লুক
ভারতের আরেক ট্র্যাডিশনাল পোশাক লেহেঙ্গার টপেও বোল্ড আমেজ রয়েছে বছর জ উড়ে। অভিনেত্রি পলক তিওয়ারির সিকুইন লেহেঙ্গার টপটি ব্রালেট স্টাইলের।
৯. সিকুইনের অব্যাহত ঝিকিমিকি
সিকুইন এর আগের বছরও দাপট দেখিয়েছে। আর সেই ঝিকিমিকি এ বছর পুরোদমে অব্যাহত ছিল শাড়ি, গাউন, টপ বা গাউনের লুকে। অভিনেত্রী কিয়ারা আদভানির কাটআউট ড্রেসটি রূপালি সিকুইনড ফেব্রিকের।