তারকাদের সাজপোশাক নিয়ে সকলের আগ্রহের শেষ নেই। আমাদের তারকারা বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি বা এথনিকওয়্যারের পাশাপাশি গাউনের গ্ল্যামারাস লুকেও দেখা দেন। আর আমাদের দেশের ডিজাইনাররাই তৈরি করেন এসব পোশাক। ২০২৪ সাল জুড়ে নজর কেড়েছে এমন অনেক আকর্ষণীয় অফ দ্য শোল্ডার, থাই স্লিট আর বডিকন গাউনের লুক। বেশিরভাগ ক্ষেত্রে তারকাদের পছন্দ ছিল মনোক্রোম লুক। স্যাটিন আর সিকুইনের কাজ প্রাধান্য পেয়েছে এসব গাউনে।
বিদ্যা সিনহা সাহা মিম পরেছেন প্যাস্টেল শেডের মিন্ট স্যাটিনের অফ দ্য শোল্ডার স্লিটেড গাউন
ব্যাকলেস ডিজাইন বেছে নিয়েছেন পূজা চেরী গাউনের লুকে
মেহজাবীন চৌধুরীকে দেখা যাচ্ছে লাল সিকুইনের পাফড স্লিভস ও স্লিটেড গাউনে
তানজিন তিশার এই বডিকন সিকুইন গাউনটি নজর কেড়েছে বেশ
পূজা চেরীকে মোহনীয় লাগছে বেবি পিংক অফ দ্য শোল্ডার গাউনে
কালো ঝলমলে গাউনের লুক বেছে নিয়েছেন মেহজাবীন
তানজিন তিশা পরেছেন ওয়ান শোল্ডার ্নেভি ব্লু গাউন
পূজা চেরীর বেগুনি গাউনে কাট আউট ডিজাইন
এই প্লিট দেওয়া স্যাটিনের অফ দ্য শোল্ডার গাউনে তানজিন তিশাকে দারুণ আকর্ষণীয় লাগছে
তাসনিয়া ফারিন পরেছেন লাল সিকুইনের গ্ল্যামারাস গাউন
সিকুইনের কালো ওয়ান শোল্ডার গাউনে আবেদনময়ী মিম
পূজা চেরী পরেছেন অলিভ স্যাটিনের অফ দ্য শোল্ডার থাই স্লিট গাউন
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম