(শিশুতোষ ছড়া)
দেশটা আমার ভীষণ প্রিয়
দেশকে বাসি ভালো,
জ্ঞান সাধনায় ধ্যানি হয়ে
জ্বালব জ্ঞানের আলো ।
সুশীল সমাজ গড়বো মোরা
আঁকবো দেশের ছবি,
আমরা শিশু আমরা কিশোর
আনবো নতুন রবি ।
আমরা হবো দেশের তরে
দেশটা হবে আমার,
দেশটা হবে লাল-সবুজে
রক্তমাখা জামার।