এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের শীতকাল কাটছে বেশ নিজের সঙ্গে। দেশের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনো সময় কাটাচ্ছেন সুইমিংপুলে, কখনো সবুজ ঘাসে শীতের রোদ মেখে। এ সময় ফ্যাশনও জমে ওঠে অন্যভাবে। তাই অভিনেত্রীর সাজপোশাকেও প্রকাশ পেয়েছে নতুনত্ব। ফ্যাশনের সঙ্গে সাদিয়ার শীতকাল কেমন কাটছে, চলুন জেনে আসি
স্ট্রেপলেস নীল জামার ওপর লেয়ার স্টাইলে যোগ হয়েছে সাদা ব্লেজার। এই সময়ের পার্টিতে এমন আউটফিট আপনিও বেছে নিতে পারেন
মিডি পেনসিল স্কার্টের সঙ্গে জুটি বেঁধেছে কালো নিট টপ। পায়ে শোভা বাড়িয়েছে কালো স্লিপার
ফ্লোরাল শাড়ির শুভ্র আমেজে ধরা দিয়েছেন অভিনেত্রী। মিনিমাল মেকআপ আর স্টেটমেন্ট দুলে বেশ সুন্দর লাগছে তাঁকে
কার্গো প্যান্ট আর সোয়েট শার্টের সঙ্গে সাইড ব্যাগ নিয়েছেন অভিনেত্রী। চোখে রাউন্ড সানগ্লাস।
এই সময় ভ্রমণে গেলে এমন একটা সুন্দর সাদা ফ্রক হতে পারে সঙ্গী। সঙ্গে স্নিকার্স পরলে বেশ মানাবে
ধূসর হাই নেক সোয়েটারের ওপর কফি রঙের ব্লেজার পরেছেন অভিনেত্রী। হাফ আপডু হেয়ারস্টাইল করেছেন। কানে শোভা পাচ্ছে রিং দুল
শীতে সবুজ ঘাসে রোদ পোহাচ্ছেন সাদিয়া। ফ্লোরাল প্রিন্টের ডেনিম শার্ট পরেছেন তিনি
শীতের আমেজে অভিনেত্রীর সাদামাটা লুকটাই ভক্তদের মন কেড়েছে। পরেছেন খুব সুন্দর একটি সোয়েটার
সুইমিংপুলে অভিনেত্রী বেছে নিয়েছেন হলুদ ট্যাংক টপ
নতুন বছরকে এভাবেই বরণ করেছেন অভিনেত্রী