সর্বশেষ
ঝলমলে আমেজে দিশা পাটানির যত গ্ল্যাম লুক
পাক অভিনেতার প্রশংসা করে তোপের মুখে বলিউড অভিনেত্রী
দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন হচ্ছে শিগগিরই
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কী?
ভারতের কাছে জড়িত থাকার অভিযোগের প্রমাণ চেয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
অন্য অভিবাসীদের আটকে দিলেও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আনতে চান ট্রাম্প
নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা
সরকারি প্রতিষ্ঠানে ৯৯ পদে চাকরি, ১৮ বছরেই আবেদনের সুযোগ
‌‘মাথায় ক্যামেরা, খুনের পর সেলফি তুলেছিল তারা’
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা, থাকবেন তামিমও
আজ যেমন থাকবে ঢাকার আকাশ
চ্যাট ও ছবি ফাঁস হওয়া ঠেকাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
আগামী নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ ইসলামি দল

শেরপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের প্রত্যন্ত পল্লীতে একটি খেত থেকে সাদিয়া (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ জানুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তীরচর এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সাদিয়া পার্শ্ববর্তী সাহাব্দীরচর দশানীপাড় এলাকার হতদরিদ্র জমাদার ও মারুফা দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে বাকপ্রতিবন্ধী কিশোরী সাদিয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরদিন সোমবার দুপুরে সদর উপজেলার প্রত্যন্ত এলাকা পয়স্তীরচরের একটি ক্ষেতের পাশে সাদিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশে খবর দেয় স্থানীয় কৃষি শ্রমিকরা। খবর পেয়ে সাদিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার মাথার চুল কাটা এবং শরীরে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: গাইবান্ধায় আখ চাষিরা ব্যস্ত সময় পার করছেন গুড় তৈরিতে

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিন হাসান সোমবার বিকেলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। একইসাথে ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ