নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর তিন ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি শাকিব খানের দল। চতুর্থ ম্যাচেও হারের দ্বারপ্রান্তে রয়েছে ঢাকা। আগে ব্যাট করে শক্তিশালী রংপুরকে ১১২ রানের সহজ লক্ষ্য দিয়েছে লিটন-তামিমরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরু ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি ঢাকার দুই ওপেনার। ১২ বলে ১৪ রান করে হাবিবুর রহমান সোহান আউট হলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন জেসন রয়।
তিনে ব্যাট করতে নেমে ১৬ বলে ২০ রান করে তানজিদ তামিম আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। সাব্বির রহমান (২), থিসারা পেরেরা (০), লিটন কুমার দাস (৯), মোসাদ্দেক হোসেন (১২) ও খালি হাতে ফেরেন আমির হামজা।
শেষ দিকে আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান এবং ১ রান করে মোস্তাফিজ আউট হলে ২১ বল হাতে থাকতে ১১১ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।
আরও পড়ুন: একপেশে লড়াইয়ে রিয়াল মাদ্রিদের গোল উৎসবের রাত
রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাহিদ রানা। এ ছাড়াও খুশদিল শাহ ও আকিভ জাভেদ শিকার করে দুটি করে উইকেট। আর শেখ মাহেদী, ইফতেখার আহমেদ ও কামরুল ইসলাম একটি করে উইকেট নেন।