উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এ সফরের সফলতা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ডা. শফিকুর রহমান তার ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে এ আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফর নিরাপদ হোক, সফল হোক।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জামায়াতের আমির আরও বলেন, আল্লাহ তায়ালা তাঁকে (খালেদা জিয়া) সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। আমিন।